"হয় বেতনের পরিমাণ কমাও নইলে মেসিকে হারাও", বার্সিলোনাকে কড়া হুমকি লা লিগা প্রেসিডেন্টের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আর্থিক অসুবিধার মধ্যে রয়েছে এফসি বার্সিলোনা। জোসেপ বার্তোমেউয়ের সময়ে বেশ কিছু খেলোয়াড়কে বিপুল বেতন ও ট্রান্সফার ফি এর মাধ্যমে সই করানোয় এমন অবস্থা হয়েছে কাতালান জায়ান্টদের। এমন পরিস্থিতিতে পুনর্নিযুক্ত প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা চেষ্টা চালাচ্ছেন খেলোয়াড়দের বিক্রি করে ও বেতন কমিয়ে ক্লাবের আর্থিক বোঝা কমানোর।
তবে বার্সিলোনাকে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে বসলেন লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস। মরশুমের শুরু থেকে বার্সিলোনা ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি। এবার তেবাস সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিল বার্সিলোনাকে, যার জন্য হারাতে হতে পারে মেসিকে।
করোনা অতিমারির আগে, ২০১৯-২০ সালের মরশুমে স্পেনের সর্বোচ্চ বেতনভুক্ত ক্লাব ছিল বার্সিলোনা, ৬৭১ মিলিয়ন ইউরো ছিল তাদের বেতন। এরপর ২০২০-২১ মরশুমে লা লিগা সেই বেতনের পরিমাণকে সীমাবদ্ধ করে কমায় ৩৮২.৭ মিলিয়ন ইউরোতে। তবে সেই সময় বার্সিলোনাকে কিছু ছাড় দেওয়া হয়েছিল বেতন কমানোর জন্য, কিন্তু এই বার তা হবে না।
এই নিয়ে লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস সরাসরি বলে দিলেন, "বার্সিলোনা নিজেদের বেতনের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে। আমি আশা করব তারা মেসিকে রেখে দিতে পারে, কিন্তু তা করতে গেলে, তাদের অন্য জায়গা থেকে কাটছাঁট করতে হবে। এই পরিস্থিতির অন্যতম বড় সমস্যা হল ক্লাবের উপার্জনের রাস্তাগুলি। বার্সাকে নিজেদের দেনার বিষয়ে কাজ করতে হবে। যদি সেটিকে তারা শুধরে নিতে পারে, পরিস্থিতি ততটা খারাপ হবে না।"
ইতিমধ্যেই গোল্ডম্যান সাখস থেকে ক্লাবের আর্থিক স্থিতি ঠিক করার জন্য প্রায় ৫২৫ মিলিয়ন ইউরো লোন হিসেবে নিয়েছে বার্সিলোনা। এই অর্থ দিয়ে খেলোয়াড়দের বেতন, ট্রান্সফার ফি ও পাওনা কর মেটানোর প্রক্রিয়া শুরু করেছে বার্সা।