ম্যান সিটি ও পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে বড় অভিযোগ দায়ের করল লা লিগা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার লা লিগা ঘোষণা করেছে যে তারা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন ও ম্যানচেস্টার সিটির নামে। তাদের অভিযোগ, ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের বর্তমান নিয়মাবলীকে ক্রমাগত ভাঙছে এই দুই ক্লাব।
লা লিগা জানিয়েছে, ম্যান সিটির নামে অভিযোগ করা হয়েছিল গত এপ্রিল মাসে এবং গত সপ্তাহে পিএসজির নামে এই অভিযোগ করা হয়েছে। এই নিয়ে ফ্রান্স ও সুইজারল্যান্ডে লিগ্যাল ফার্ম নিযুক্ত করেছে লা লিগা।
এছাড়া সুইজারল্যান্ডে, লা লিগা স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছে পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির বিরুদ্ধে। আল খেলাইফি পিএসজির দায়িত্ব নেওয়ার পাশাপাশি কাতারের বিইন স্পোর্টসের কর্ণধার, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের প্রধান এবং উয়েফার কার্যকরী কমিটির সদস্যও বটে।
কিন্তু কেন এই অভিযোগগুলি এসেছে? সদ্য ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৫১ মিলিয়ন পাউন্ড খরচ করে সই করিয়েছে এরলিং হালান্ডকে। তবে বেতন ও এজেন্ট ফি সব মিলিয়ে সেই খরচ ২৫০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি যাবে।
এছাড়া পিএসজি কিলিয়ান এমবাপ্পেকে তিন বছরের জন্য সই করিয়েছে, যার ফলে রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করেছেন এমবাপ্পে। বার্ষিক ৪০-৫০ মিলিয়ন ইউরো বেতন পাবেন এমবাপ্পে। তবে পিএসজি ২০২০-২১ মরশুমে ২২৪.৩ মিলিয়ন ইউরোর ক্ষতির সম্মুখীন হয়েছে, যা গত বছরের থেকে ৮০ শতাংশ বেশি। আর এই তথ্য এসেছে চলতি মাসে প্রকাশিত হওয়া ফ্রেঞ্চ ফুটবল ফাইন্যান্সিয়ান অথোরিটির তরফ থেকে।
এবং লা লিগার অভিযোগ, এই দুই ক্লাব নিজেদের রাষ্ট্রের প্রভাবে, কিংবা অন্যায়ভাবে অর্থ অর্জন করছে যা বাজারের নিয়ম ও অর্থনৈতিক ভিত্তিতে একেবারে অনৈতিক।