সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মসনদে বসলেন কল্যাণ চৌবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে সেই বহু প্রতীক্ষার অবসান ঘটল। দীর্ঘ বেশ কয়েক বছর পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে আয়োজিত হল কার্যকরী কমিটির নির্বাচন। এবং এই নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে।
সভাপতি পদে কল্যাণ চৌবের সাথে লড়াইয়ে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। কিন্তু শেষ অবধি, শুক্রবার আয়োজিত নির্বাচনে জয়ী হন কল্যাণ। যা খবর, ৩৩-১ ফলাফলে জয়ী হয়েছেন কল্যাণ।
২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল, মোট ৩৬টি ফুটবল সংস্থা এই নির্বাচনে অংশ নেয়। তবে জন্মু-কাশ্মীর ফুটবল সংস্থা এবং তামিলনাড়ু ফুটবল সংস্থাকে ভোট দেওয়ার অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে ৩৪টি সংস্থার মধ্যে ৩৩টি সংস্থার ভোট গিয়েছে কল্যাণ চৌবের কাছে।
আর এর জেরে দেশের স্বাধীনতার পর প্রথম কোনও ফুটবলার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে নির্বাচিত হলেন কল্যাণ চৌবে।
১৯৯৬ সালের টাটা ফুটবল অ্যাকাডেমির সোনালী সময়ের গ্র্যাজুয়েট ছিলেন কল্যাণ। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে সাফল্যের সাথে খেলেছেন কল্যাণ। ভারতের জাতীয় দলের হয়ে জিতেছেন তিনটি সাফ চ্যাম্পিয়নশিপ। ১৯৯৭-৯৮ ও ২০০১-০২ মরশুমে সেরা ভারতীয় গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছিলেন কল্যাণ। ২০১৫ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন কল্যাণ।
দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্বে তিন সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস নিয়োগ করেছিল মাননীয় সুপ্রিম কোর্ট। তবে ফিফা ও এএফসি এআইএফএফ এর নতুন সংবিধান ও নির্বাচন তৈরির জন্য জোর দিয়েছিল। এছাড়া তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে গত ১৬ আগস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনে পাঠিয়েছিল ফিফা।
তবে ফিফার নির্দেশ অনুযায়ী কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের অবসান এবং ফেডারেশনের নতুন কার্যকরী কমিটির নির্বাচন সারায় সেই নির্বাসন তুলে নেয় ফিফা। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের কল্যাণের জন্য এবার দিন গোনা শুরু হল, তা বলাই যায়।