রোনাল্ডো সহ একাধিক তারকার ট্রান্সফার দুর্নীতিতে জড়াল জুভেন্টাস, নামতে পারে দ্বিতীয় ডিভিশনে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফের দুর্নীতিগত বিতর্কে জড়াল জুভেন্টাস। ৩৫ বারের ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্টিংয়ের অভিযোগ উঠেছে। একাধিক ইতালীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মোট ৪২ জন খেলোয়াড়ের ট্রান্সফার নিয়ে একাধিক ভুয়ো তথ্য উঠে এসেছে, যার জেরে তদন্ত শুরু হয়েছে। এই ৪২ জন খেলোয়াড়ের মধ্যে নাম রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর্থার ও জোয়াও ক্যানসেলোর মত সুপারস্টারদের।
আর এই তদন্তে যদি জুভেন্টাস দোষী হয়। তবে কালসিওপোলি কান্ডের মত আবারও সিরি আ থেকে অবনমিত হবে জুভেন্টাস। বিশিষ্ট ইতালীয় ক্রেতা অধিকার তদন্ত সংস্থা কোডাকোনস এই অভিযোগ এনেছে। অভিযোগ, অন্যায় সুবিধা নিচ্ছে জুভেন্টাস।
কোডাকোনস অভিযোগ এনেছে, বিগত কয়েক বছর যেভাবে ইতালীয় ফুটবলে জুভেন্টাসের দাপট দেখা গিয়েছে, তাতে এই তদন্ত অত্যন্ত জরুরি। এই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিগত ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে খুব খারাপ আলো ফেলে। যদি জুভেন্টাস তার প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলির থেকে কোনও অন্যায় সুবিধা নিয়ে থাকে, তাহলে বিগত চ্যাম্পিয়নশিপগুলির মূল্য ধ্বংস হবে। এবং এর জেরে ফেডারেশন ও মার্কেট প্রতিযোগিতার কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এই নিয়ে ইতালীয় কর্তৃপক্ষ জুভেন্টাসের দুই অফিস, তুরিন ও মিলান থেকে ট্রান্সফার, নথি ও আর্থিক স্টেটমেন্টের কাগজপত্র নিয়েছে। এছাড়া ছয় জুভেন্টাস কর্তা, যার মধ্যে রয়েছেন ক্লাবের সভাপতি আন্দ্রেয়া আগনেলি ও সহ সভাপতি পাভেল নেদভেদকে তদন্তের আওতায় আনা হয়েছে।