লিগ জিতেও কলকাতা ডার্বিকে গুরুত্ব দিচ্ছেন মহামেডান নায়ক জোসেফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা লিগের সুপার ৬ রাউন্ডের চ্যাম্পিয়ন ইতিমধ্যেই পেয়ে গেছে বাংলার ফুটবল। মার্ক জোসেফ, উসমানদের মহামেডান স্পোর্টিং ক্লাব এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে এই মরশুমের কলকাতা লিগ। তবু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ ম্যাচকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে মহামেডান দল।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামার আগে মহামেডান দল তথা লিগের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় মার্কো জোসেফ জানিয়েছেন, "আগামীকালের ডার্বি ম্যাচ যথেষ্ট গুরুত্বপুর্ণ আমাদের দল এবং সমর্থকদের জন্য। মহামেডান এবং ইস্টবেঙ্গল প্রতিদ্বন্দ্বীতা যথেষ্ট বড়। আমরা আত্মবিশ্বাসী এবং আমরা চেষ্টা করবো ম্যাচটি জেতার।"
মহামেডান সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, "আপনারা এতোদিন সমর্থন করে এসেছেন। ভবিষ্যতেও করতে থাকুন। আমরা আমাদের সেরাটা দেবেবং চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার।"
এছাড়াও জোশেফ জানিয়েহেন, "আসন্ন আইলিগের জন্য কলকাতা লিগের প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই ম্যাচগুলি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। এবং এই ম্যাচগুলি আমাদের ম্যাচ ফিটনেস ধরে রাখতে সাহায্য করছে।"