নর্থইস্টের বিরুদ্ধে লড়াই হবে সমানে সমানে, ভুল করা চলবে না - বার্তা ম্যানুয়েল ডিয়াজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এখনও অবধি জয় নেই এসসি ইস্টবেঙ্গল। এবারের আইএসএলের একমাত্র দল হিসেবে জয়হীন লাল-হলুদ ব্রিগেড, লিগ টেবিলের নীচে রয়েছে তারা। এবার সামনে নর্থইস্ট ইউনাইটেড, যারা এবারের আইএসএলে খুব একটা ভালো ছন্দে নেই।
আর এই ম্যাচ নিয়ে প্রস্তুতি করেছে ইস্টবেঙ্গল শিবির। এবার নর্থইস্টের বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল ডিয়াজ।
লিগ টেবিলের একেবারে শেষ স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল, এমন অবস্থায় কিভাবে দলের মনোভাবকে চাঙ্গা করছেন? এই নিয়ে স্প্যানিশ কোচের মত, "আমরা চেষ্টা করি দলের মেজাজ ঠিক করার। পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে এই মরশুমে, প্রতিটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জ।"
নর্থইস্ট ইউনাইটেডও ভালো ফর্মে নেই, এটি কি কিছুটা আশা যোগাচ্ছে? স্প্যানিশ কোচের ভাষায়, "আমরা আমাদের শক্তিশালী জায়গাগুলির উপর জোর দেব। ম্যাচের সময় ভুল করা চলবে না। গত মরশুমে ওরা ভালো জায়গায় ছিল। ওদের দলটা এবারেও খুব ভালো সাজানো হয়েছে। দুই দলের কাছে এটি সমানে-সমানে লড়াই হবে।"
রাজু গায়কোয়াড়ের লম্বা থ্রোয়ে একাধিক গোল এসেছে এসসি ইস্টবেঙ্গলের জন্য? কি কারণে এই লম্বা থ্রো এত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে? এই নিয়ে ডিয়াজের কথায়, "এই থ্রো ইনগুলি আমাদের কাছে বড় সুযোগ। কারণ এতে আমাদের খেলোয়াড়রা ভালো পারফর্ম করে। খুব কম পেশাদার দল এমনটা করতে পারে। কিন্তু আমাদের দলকে আরও বেশি প্রেসিং আর আক্রমণাত্মক হতে হবে।"
শেষে, লং থ্রো ছাড়াও এসসি ইস্টবেঙ্গল কি সেটপিস বা অন্যান্য দিক থেকে আক্রমণ করার অনুশীলন করে? এই নিয়ে ডিয়াজ বলেছেন, "কেবল থ্রো ইনে নয়, আমরা নানা ভাবে গোল করেছি। আমরা সেটপিসেও আরও গোল করার চেষ্টা করব।"