কলকাতায় এসেই বিরিয়ানি খাওয়ার আবদার করলেন জর্ডান ও' ডোহার্টি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার কলকাতায় অবতরণ করেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ ও এশীয় কোটার বিদেশী জর্ডান ও' ডোহার্টি। এবং এই অস্ট্রেলিয়ান মিডফিল্ডারকে নিয়ে আশা রয়েছে প্রতিটি লাল-হলুদ জনতার।
তবে কলকাতায় এসেই শহরের প্রিয় বিরিয়ানির আবদার করে বসলেন জর্ডান। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পথে গাড়িতে জর্ডান বলেন, "ভারতে প্রথমবার এলাম, পুরোটা উপভোগ করব। দারুণ লাগছে। বড় বিরিয়ানিটা দেখলাম, খাওয়ার ইচ্ছা রয়েছে।"
এদিকে জর্ডানের আগমণের দিনেই ইমামি ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে হারায় শক্তিশালী মুম্বই সিটি এফসিকে। আর এর ফলে জর্ডানকে লাকি চার্ম হিসেবে তুলে ধরছেন সমর্থকরা।
এই নিয়ে জর্ডান ইস্টবেঙ্গল মিডিয়াকে বলেছেন, "এখানে এসে খুব ভালো লাগছে, খুব ভালোভাবে আমায় স্বাগত জানিয়েছেন সবাই। সকলে বলছে আমি নাকি লাকি চার্ম, তাই আশা করছি আরও অনেক জয় আসবে।"