কেন সই করলেন বেঙ্গালুরু এফসিতে? উত্তর দিলেন সন্দেশ ঝিঙ্গান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাঁচ বছর পর আবারও বেঙ্গালুরু এফসিতে ফিরলেন সন্দেশ ঝিঙ্গান। ২০১৬-১৭ মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে লোনে বেঙ্গালুরু এফসিতে এসেছিলেন সন্দেশ, জিতেছিলেন ফেডারেশন কাপ এবং এএফসি কাপের গ্রুপের শীর্ষস্থান দখল করেছিলেন। আর এবার দ্বিতীয় দফায় ফের খেতাবি সাফল্য পেতে চান সন্দেশ।
রবিবার বেঙ্গালুরু এফসি সরকারিভাবে সন্দেশের আগমণের খবর ঘোষণা করে। বেঙ্গালুরুতে যোগদান করা নিয়ে সন্দেশ এক সর্বভারতীয় মিডিয়াকে বলেছেন, "এখানে খেলার স্মৃতিগুলিই আমার যোগদানের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। আমি লোনে এসেছিলাম এবং এই দলের সাথে দারুণ কিছু স্মৃতি তৈরি হয়েছিল। সেই সময়ের বেশ কিছু খেলোয়াড় এখনও রয়েছে। আমরা ভালো সময় কাটিয়েছিলাম। ভালো ফলাফল এসেছিল।"
এরপর সন্দেশ বলেছেন, "আমি ভাগ্যবান কোচি, ফতোরদার মত উচ্চমানের মাঠে, সল্টলেকে মোহনবাগান সমর্থকদের সাথে খেলতে পেরে। কান্তিরাভার সাথে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। জাতীয় দলে আমার শুরুর দিনগুলিতে, আমরা অনেক ম্যাচ এখানে খেলেছি। আমার মনে পড়ে প্রথমবার আমি এখানে ভাইকিং ক্ল্যাপ শুরু করেছিলাম। এই মাঠের সাথে আমার বিশেষ সম্পর্ক রয়েছে।"
এটিকে মোহনবাগান ছাড়ার পর কিভাবে নতুন দলে সই করার সিদ্ধান্ত নিয়েছিলেন? এই নিয়ে সন্দেশ বলেছেন, "যখন এই মরশুমে এটিকে মোহনবাগান ও আমার মধ্যে সম্পর্ক শেষ হয়, আমি আমার পরিবারের সাথে সময় কাটাই এবং সিদ্ধান্ত নিই আগামী দিনে কোথায় যাব। তারপর আমি সুনীল পাজির সাথে কথা বলি। আমি এই ক্লাবের ডিএনএ জানি। বিএফসি শুরু থেকেই সেরা ক্লাবগুলি একটি।"
শেষে বিএফসি ট্রফি জেতার খিদে নিয়ে সন্দেশ বলেছেন, "ক্লাবের ডিএনএতেই রয়েছে খেতাবের লড়াই করা। গত মরশুম থেকে তাদের মধ্যে উন্নত মান রয়েছে, এবং অন্যান্য বড় দল ও বড় প্রত্যাশার মত, ওরাও নিজেদের দলে নতুন মুখ এনেছে। প্রতিটা টিম এমন দল তৈরি করে যারা ট্রফি জিততে পারে। আমাদেরও একই লক্ষ্য রয়েছে।"