অশ্বমেধের ঘোড়া অব্যাহত ইতালির, তুরস্ককে হারিয়ে ইউরোয় ইতিহাস গড়ল আজ্জুরিরা

তুরস্ক - ০
ইতালি - ৩ (মেরিহ ডেমিরাল - নিজ গোল, সিরো ইম্মোবিলে, লোরেঞ্জো ইনসিগ্নে)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ইউরোর উদ্বোধনী ম্যাচে নিজেদের ঝলক দেখাল ইতালি। রোমের স্তাদিও অলিম্পিকোতে তুরস্ককে তিন গোলে হারিয়ে ইতালি দেখিয়ে দিল, শুধুমাত্র ডিফেন্সিভ ফুটবল খেলতে তারা আসেনি। আক্রমণের দ্বারাই নিজেদের জয় হাসিল করতে চায় এই নয়া ইতালি।
ম্যাচের শুরু থেকে তুরস্কের উপর চাপ তৈরি করেছিল ইতালি। বল পজেশন থেকে শুরু করে আক্রমণ, সবেতেই ছিল ইতালির দাপট। যদিও বেশ কিছু সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় আজ্জুরিরা।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ আরও বাড়িয়ে দেয় রবার্তো মানচিনির ছেলেরা। ৫৩ মিনিটে ডমেনিকো বেরার্ডির ক্রস চেস্ট ট্র্যাপ করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ ডেমিরাল। এরপর ৬৬ মিনিটে তুরস্কের বক্সে বেশ ভিড় জমে যায়, যার মধ্যে সুযোগ বুঝে গোল করে দেন সিরো ইম্মোবিলে। আর ৭৯ মিনিটে দুর্দান্ত কার্ল শটে গোল করেন লোরেঞ্জো ইনসিগনে।
এই জয়ের জেরে টানা ২৮ ম্যাচ অপরাজিত রয়েছে রবার্তো মানচিনির ইতালি। আর এই প্রথমবার, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূলপর্বে তিন গোল করল আজ্জুরিরা। যার জেরে স্পষ্ট, এ এক নতুন ভাবনার ইতালি। যারা ডিফেন্সে নয়, আক্রমণে বিশ্বাসী।