ডার্বি ম্যাচের টিকিট চান? কীভাবে পাবেন জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অষ্টম আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ আয়োজিত হতে হাতে আর বেশি সময় বাকি নেই। বাংলার বড় ম্যাচ ২৯ শে অক্টোবর, শনিবার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ থেকে অনুষ্ঠিত হতে চলেছে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল দল আজ গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে ডার্বির এক সপ্তাহ আগেই আইএসএল কর্তৃপক্ষ টিকিট বুকিং সংস্থা বুক মাই শোতে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আজ থেকে।
ডার্বি ম্যাচের জন্য আয়োজক দল এটিকে মোহনবাগান তাদের সমর্থকদের জন্য বাঁদিকের এ১, বাঁদিকের এ২, বি১, বি২, বি৩, ডানদিকের সি১, ডান দিকের সি২, ডান দিকের সি৩ ব্লকের টিকিটের ব্যবস্থা করেছে।
অন্যদিকে লাল হলুদ সমর্থকদের জন্য ডানদিকের এ১, ডানদিকের এ২, ডি১, ডি২, ডি৩, বাঁদিকের সি১, বাঁদিকের সি২, বাঁদিকের সি৩ ব্লকের টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
মেরিনার্স বনাম লাল হলুদ ব্রিগেডের এই লড়াইয়ের জন্য ম্যাচের টিকিটের দাম মাত্র ১০০ টাকা থেকে শুরু হচ্ছে। এই মুহূর্তে যেসকল গ্যালারির টিকিট ছাড়া হয়েছে তার মধ্যে সি১ গ্যালরির সমগ্র টিকিটের দাম ১০০ টাকা। সি২ গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। এছাড়াও ভিআইপি গ্যালারি এ২ এর দাম ৪৯৯ টাকা রাখা হয়েছে।
https://in.bookmyshow.com/special/atk-mohun-bagan-vs-east-bengal-fc/ET00340774
ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বি নিয়ে ইতিমধ্যেই বাংলার ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। দুই দলের সমর্থকেরা ম্যাচের টিকিট ইতিমধ্যেই দ্রুত নিজেদের নামে করে নিচ্ছে। নিজের পছন্দের গ্যালারির টিকিট কিনতে হলে চলে যান বুক মাই শো সাইটে ।