কেরল টু কাতার! গাড়ি চালিয়ে ফুটবল বিশ্বকাপ দেখতে যাচ্ছেন ভারতের গৃহবধু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নভেম্বর মাসের থেকে শুরু হতে চলেছে ফুটবল ভক্তদের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপ মাঠে বসে দেখার স্বপ্ন দেখেননি এমন ফুটবল ভক্ত গোটা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবেনা। তবে আর্থিক, পারিবারিক এবং আরও বিভিন্ন কারণে যাওয়া হয়ে ওঠেনা। তবে সম্প্রতি ভারতের এক গৃহবধু গাড়ি করে পারি দিচ্ছেন কাতারের উদ্দেশ্যে।
কেরালার নাজি নৌশি, ৫ সন্তানের মা এবং গৃহবধু, ফুটবল এবং ভ্রমণের বিষয় পাগল। তাই একাই বেরিয়ে পরেছেন নিজের থার গাড়িতে করে বিশ্বকাপ চাক্ষুস করতে। কেরালার ভ্রমন প্রিয়, ইউটিউবার এবং ভ্লগার নাজির যাত্রা শুরুর সময় এসেছিলেন কেরালার পরিবহণ মন্ত্রী অ্যান্টনি রাজু। পতাকা উরিয়ে তিনি নাজির যাত্রার উদ্বোধন করেন।
কেরালা থেকে কোয়েম্বাটুর হয়ে তিনি মুম্বাই পৌছান। সেখান থেকে তিনি জাহাজে করে ওমান যাবেন। ওমান থেকে শুরু হবে তাঁর গাড়িতে করে যাত্রা। আরব, বাহরিন, কুয়েত এবং সৌদি আরব হয়ে তিনি কাতার পৌছাবেন।
নাজি জানান, "আমার পরিকল্পনা হল কাতারে ১০ই ডিসেম্বরের মধ্যে পৌছানো এবং বিশ্বকাপ ফাইনাল দেখা।"
লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ভক্ত নৌশি চান মেসির হাতে বিশ্বকাপ উঠুক। ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি কাতারে থাকবেন বলে জানা গেছে।