ভারতকে কতটা বেগ দিতে পারবে হংকং? চিনে নিন প্রতিপক্ষকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলবে ভারত। এই ম্যাচটি অতি অবশ্যই জিততে হবে ব্লু টাইগার্সকে, যেখানে গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তারা। এই পরিস্থিতিতে হংকংকে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠতে চাইবেন সুনীল ছেত্রীরা।
তবে ইদানিং সময়ে অনেকটাই শক্তি বেড়েছে হংকংয়ের। বিশেষ করে তাদের নতুন হেড কোচ অ্যাশলে ওয়েস্টউডের আগমণে, যার ভারতীয় ফুটবল সম্বন্ধে অগাধ জ্ঞান রয়েছে। কিন্তু কেমন দল এই হংকং? যদিও মুখোমুখি সাক্ষাতে ১৬টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে ভারত, তবে বর্তমানে কতটা বড় চ্যালেঞ্জ হবে হংকং?
ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে হংকং, ১৫৩তম স্থানে রয়েছে তারা। তবে ২০২৪ সালে ওয়েস্টউড দায়িত্ব নেওয়ার পর শেষ ১০টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৭টিতে জিতেছে হংকং। তবে শেষ তিনটি ম্যাচে, দুটিতে ড্র করেছে তারা।
সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে এগিয়ে ছিল হংকং, কিন্তু শেষ অবধি ১-৩ গোলে হারতে হয়েছিল তাদের। যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে হংকং। এছাড়া নেপালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও গোলশূন্য ড্র করেছে তারা। ফলে বোঝা যাচ্ছে, অনেকটাই শক্তি বেড়েছে হংকংয়ের।
চারবার এশিয়ান কাপ খেলা এবং ১৯৬৬ সংস্করণে তৃতীয় স্থান অর্জন করা হংকংয়ের দুই প্রধান অস্ত্র হলেন ফরোয়ার্ড ম্যাট ওর এবং গোলকিপার হুং-ফাই ইয়াপ। ২৮ বছর বয়সী ম্যাট জাতীয় দলের হয়ে ৩৭ ম্যাচে ৯টি গোল করেছেন। এদিকে ৩৫ বছর বয়সী হুং-ফাই শেষ ৫ ম্যাচে ৪টি ক্লিনশিট রেখেছেন। যদিও এই ম্যাচে ফেভারিট ভারত, তবে হংকংয়ের বিরুদ্ধে কাজটা খুব সহজ হবে না মানোলো মার্কেজের ছেলেদের জন্য, তা স্পষ্ট।