এভাবে বিদায় নেওয়া উচিত হল আন্তোনিও হাবাসের? প্রশ্ন তুলছে ভারতীয় ফুটবলপ্রেমীরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলের ইতিহাসের সফলতম কোচ হিসেবে উঠে আসে আন্তোনিও হাবাস লোপেজের নাম। এবার এটিকে মোহনবাগানের দায়িত্বে থাকা হাবাসই এবারের আইএসএলের মাঝপথে বিদায় জানালেন।
আর এই সিদ্ধান্তে হতচকিত গোটা ভারতীয় ফুটবল মহল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩-৩ ড্রয়ের পর টিম ম্যানেজমেন্ট ও কিছু সিনিয়র ফুটবলারদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন হাবাস। শনিবার ফুটবলার ও ম্যানেজমেন্টের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে এই সিদ্ধান্ত নিয়ে অবাকই হয়েছেন সমর্থক তথা ফুটবলপ্রেমীরা। ২০১৯-২০ মরশুমে এটিকের কোচ হিসেবে বিজয়ী, তার পরের মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে রানার্স আপ - স্বভাবতই হাবাসের দাপট ছিল তুঙ্গে। কিন্তু এই বছর প্রথম দুই ম্যাচ জিতেও যেভাবে পরপর চার ম্যাচে দুটি হার ও দুটি ড্র হজম করতে হল, তার জেরে এই পদত্যাগ, মানছেন অনেকেই।
ভারতীয় ফুটবল মহল মনে করছে, না জেতার এই ধারা মেনে নিতে পারছেন না স্প্যানিশ কোচ, আর সেই কারণে এই পদত্যাগ। যদিও সমর্থক তথা বিশ্লেষকরা মনে করেন, কোচের পদত্যাগের চেয়ে একজন ভালো ডিফেন্ডারকে সই করালে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারত এটিকে মোহনবাগান। সন্দেশ ঝিঙ্গানের পরিবর্ত এখনও পায়নি সবুজ-মেরুণ ব্রিগেড, যার জেরে গত চার ম্যাচে ১১ গোল হজম করতে হয়েছে এটিকে মোহনবাগানকে।
তবে সব মিলিয়ে, এবার নতুন কারোর হাতে দায়িত্ব পড়বে প্রীতম-শুভাশিস-রয় কৃষ্ণাদের। এখন এটিই দেখার, নতুন কোচের অধীনে এটিকে মোহনবাগানের ভাগ্য ফেরে কিনা।