ভিয়েতনামে তিন দলীয় টুর্নামেন্ট খেলতে যাবে ভারতীয় দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি ফিরে আসে ভারতীয় ফুটবলে। এর জেরে ভারতের জাতীয় পুরুষ ও মহিলা দলের ফুটবল খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা রইল না।
আর এই পরিস্থিতিতে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় পুরুষ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলাও বজায় রইল। শুক্রবার ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসে তিন দেশীয় একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজিত হবে।
এই তিনটি দেশ হল ভারত, ভিয়েতনাম ও সিঙ্গাপুর। আগামী ২৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ২৭ সেপ্টেম্বর ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারত।
আসন্ন এশিয়ান কাপের জন্য প্রস্তুতি সারতে এই টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইগর স্টিম্যাচের ছেলেদের জন্য। সব মিলিয়ে আবারও দেশের জার্সি পড়ে মাঠে নামবেন সুনীল ছেত্রী-লিস্টন কোলাসোরা।