এরলিং হালান্ডকে বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা শেয়ার করলেন এই ভারতীয় মিডফিল্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান বিশ্ব ফুটবলে অত্যন্ত বড় নাম এরলিং হালান্ড। সদ্য রেকর্ড চুক্তিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে সই করেন নরওয়ের এই সুপারস্টার ফরোয়ার্ড।
তবে এই সুপারস্টার এক সময়ে খেলেছিলেন ভারতের বিরুদ্ধে। ২০১৬ সালে, ভারতের অনুর্ধ্ব ১৬ দল খেলেছিল নরওয়ের বিরুদ্ধে, যে দলে ছিলেন হালান্ড। সেই ম্যাচে নরওয়ে জিতেছিল ২-০ গোলে। সেই ম্যাচের ভারতের হয়ে খেলেছিলেন এক প্রতিভাবান মিডফিল্ডার, যিনি আজ ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত মুখ।
আমরা কথা বলছি সুরেশ সিং ওয়াংঝামের কথা। এবং হালান্ডের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সুরেশ। একটি টুইটার পেজ এক ছবি পোস্ট করে, যেখানে হালান্ডের সাথে বল দখলের লড়াইয়ে ছিলেন সুরেশ। সেই পোস্টটির উত্তরে সুরেশ লেখেন, "যদিও বা, আমি বলটি জিতেছিলাম। এমনিই বলছি।"
এর আগে এক সাক্ষাৎকারে হালান্ডের বিরুদ্ধে খেলা নিয়ে সুরেশ বলেছেন, "আমরা জানতাম এটি সহজ ম্যাচ হবে না। আমাদের একটি পরিকল্পনা ছিল ওদের বিরুদ্ধে। আমরা ওদের খেলার শৈলী জানতাম এবং ওদের একজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড় (হালান্ড) ছিল। এটি আমাদের জন্য সহজ ছিল যে আমরা জানতাম কে ওদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মার্ক করবে, তাই আমরা ওর উপর চাপ তৈরি করতাম এবং বল সামনে নিয়ে আসার ক্ষেত্রে আটকাতাম।"
সদ্য এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে ভারতের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সুরেশ। এছাড়া অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপেও খেলেছেন সুরেশ। বর্তমানে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন তিনি।