#ILOVEUNITED কলকাতা ভাঙল সমস্ত স্ক্রিনিং রেকর্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশ্বফুটবলের মানচিত্রে আরও একবার উঠে এল কলকাতা শহরের নাম। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল দল ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ইপিএলের ম্যাচটি কলকাতায় বড় পর্দায় স্ক্রিনিং করায়। #ILOVEUNITED নামের তাদের এই ইভেন্টটি ৭,৩০০ জন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক দেখতে আসেন। যা ম্যানচেস্টার আয়োজিত ফুটবল ম্যাচ স্ক্রিনিং এর নতুন রেকর্ড। এর পাশাপাশি এটি ভারতে হওয়া সবচেয়ে বড় ফুটবল ম্যাচ স্ক্রিনিং বলেও জানা গেছে।
রেড ডেভিলদের মার্কি ফ্যান ইভেন্ট #ILOVEUNITED ভারতের কোথায় হবে সেই নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে একটি ভোটের ব্যবস্থা করেছিল। যেখানে ভোটে জিতেই কলকাতার ফুটবল ভক্তরা এই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পান। প্যান্ডেমিকের পর ইউনাইটেডের #ILOVEUNITED ইভেন্ট কলকাতাতেই প্রথম হল।
খেলার ফলাফল 0-0 হলেও উপস্থিত দর্শকদের নিরাশ করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ দেখানোর পাশাপাশি তাঁরা অনুষ্ঠানে নিয়ে এসেছিল প্রাক্তন ইউনাইটেড ডিফেন্ডার ওয়েস ব্রাউন। এত সমর্থক স্ক্রিনিং-এ এসেছে দেখে ব্রাউন তাদের প্রশঙ্গসা করেন। তিনি বলেছেন, "প্যান্ডেমিকের পর ভারতে ফিরে এসে ভালো লাগছে। আমি ভারতে ফুটবলার খেলার সময়টি খুব উপভোগ করেছি এবং এখানকার ভক্তদের ক্লাবের প্রতি আবেগ দেখে খুবই ভালো লাগছে।" সবশেষে ব্রাউন কলকাতার ইউনাইটেড ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।