ইস্টবেঙ্গল, মহামেডানকে কৃতজ্ঞতা জানালেন আইএফএ সচিব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই বছর কলকাতা প্রিমিয়ার লিগ ডিভিশন 'এ' টুর্নামেন্ট বিভিন্ন সমস্যা এবং বিতর্কের সম্মুখীন হয়েছে। তবু এরপরেও কলকাতা লিগ সুষ্ঠ ভাবে শেষ পর্যায় এসে পৌঁছেছে। কীভাবে এতো ঝড়-ঝাপটার পরেও সাফল্যের মুখে আইএফএ? গতকাল এই বিষয় আইএফএ সচিব অনির্বাণ দত্ত এক্সট্রা টাইমকে সরাসরি তাঁর বক্তব্য জানান।
অনির্বাণ বলেন, "সব ভাল যার শেষ ভাল। লিগ শেষ হলে হাসি মুখে এই বিষয় কথা হবে। সিএবি আমাদের অনেক সাহায্য করেছে। ১৫ই অক্টোবর থেকে মাঠগুলি সিএবির অধীনে চলে যায়। আমরা তাদের সাথে কথা বলে এক সমঝোতায় আসি যেখানে কিছু মাঠ তারাও ব্যবহার করতে পা্রে এবং কিছু মাঠে আমরাও খেলাগুলি শেষ করতে পারি।" এছাড়াও তিনি বলেছেন, "আবহাওয়াও এই মুহুর্তে আমাদের সাথে রয়েছে। আগে ঘন ঘন বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হচ্ছিল এখন তা আর হচ্ছে না। আমরা আশা করছি সুস্থ ভাবে আমরা কলকাতা লিগ শেষ করতে পারবো।"
এর পাশাপাশি এটিকে মোহনবাগানের কলকাতা লিগে না খেলা নিয়েও আইএফএ সচিব তাঁর মতামত জানান। তিনি বলেন, "ইস্টবেঙ্গল, মহামেডান যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাঁর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ বাংলার ফুটবলের জন্য কলকাতা লিগ খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টে বাংলার সেরার সেরারা খেলে। টুর্নামেন্টে যতো ভাল প্রতিযোগিতা হবে ততো বেশী খেলোয়াড় উঠে আসবে। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের অংশ গ্রহণ করা খুবই জরুরি বাংলার ফুটবলের জন্য।"
এছাড়াও অনির্বাণ দত্ত মনে করেন বাংলার ফুটবলাররা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানে খেলার স্বপ্ন নিয়ে বড় হয়। তাই কোনো বড় দল না খেললে ফুটবলাররা হতাশ হবেন। বড় দলের বিরুদ্ধে ভাল খেলেই তাঁরা বড় দলের নজরে আসতে পারবে। তাই কলকাতা লিগে তিন বড় ক্লাবের খেলা এইসকল খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।