মোহনবাগান সচিবের হুঁশিয়ারির জবাবে এমন উত্তর দিলেন আইএফএ সচিব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক করে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত স্পষ্ট জানিয়ে দেন, যদি আগস্ট মাসের শেষ অবধি আইএফএ ক্লাবের বকেয়া ৬০ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা না দেয়, তাহলে কলকাতা লিগ খেলবে না দল।
আর এর জেরে আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি এটিকে মোহনবাগানকে ছাড়াই হবে কলকাতা লিগ? আইএফএর নির্ধারিত সূচি অনুযায়ী, এটিকে মোহনবাগান সরাসরি খেলবে সুপার সিক্স পর্বে, যেখানে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর প্রাথমিক পর্বের সেরা তিন দল এবং ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং থাকবে।
কিন্তু মোহনবাগান সচিবের এই বার্তায় বল চলে গেল আইএফএর কোর্টে। কিন্তু দেবাশিস দত্তের এই হুঁশিয়ারির পর কি ব্যবস্থা নেবে আইএফএ?
এই নিয়ে এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া ফোনালাপে বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, সাংবাদিকদের থেকে মোহনবাগান সচিবের বক্তব্য তিনি জেনেছেন, এবং এই নিয়ে শীঘ্রই তারা আলোচনায় বসবেন। তিনি আশ্বস্ত করেছেন, দ্রুত এই জটিলতা দূর করা হবে।
ফলে আইএফএ এখনও চেষ্টা চালাচ্ছে, যাতে চলতি কলকাতা লিগে খেলতে পারে এটিকে মোহনবাগান।