এটিকে মোহনবাগানের যুব দলের ট্রায়ালে উঠতি ফুটবলারদের জনজোয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলের মক্কা আমাদের এই বাংলা। এই বাংলার কোণায় কোণায় ফুটবলাররা জন্মায়, এবং যুগের পর যুগ ধরে দেশকে গর্বিত করে এসেছে। সেই বাংলায় যদি কোনও দল ফুটবলার বাছাইয়ের ট্রায়াল বসায়, সেখানে ভিড় অবশ্যম্ভাবী।
এবং সেই দল যদি এটিকে মোহনবাগানের মত বড় নাম হয়, তাহলে ভিড়ের পরিমাণ কল্পনাতীত হতে পারে, এমনটাই আন্দাজ করা হয়েছিল। কিন্তু আন্দাজের থেকেও বেশি ভিড় হয়েছে সোমবার। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে কার্যত উঠতি ফুটবলারদের জনজোয়ার দেখা যায়।
এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট আশা করেছিল, অন্তত দেড় হাজার ফুটবলার এই ট্রায়ালে আসবেন। কিন্তু অনুর্ধ্ব ১৮ দলের ট্রায়ালের জন্য পাঁচ হাজারেরও বেশি ফুটবলার হাজির হয়েছিল। তার উপর, হাজির হয়েছিল অনুর্ধ্ব ১৩ ও অনুর্ধ্ব ১৫ ট্রায়ালের প্রতিযোগীরা।
আর এই ভিড় দেখে হতভম্ব হলেও উচ্ছ্বসিত এটিকে মোহনবাগান। ভিড় সামলাতে তড়িঘড়ি যুবভারতীর আরও এক অনুশীলন মাঠ খুলে দেওয়া হয়। ভিড় সামলাতে নিয়োগ করা হয়েছে নিরাপত্তারক্ষীদের।
এত বেশি ফুটবলারদের নির্বাচন করার জন্য ট্রায়ালের দিন আরও বাড়াতে চলেছে এটিকে মোহনবাগান। দিন বৃদ্ধির যাবতীয় তথ্য মিলবে ক্লাবের সোশ্যাল মিডিয়ায়।
সমস্ত ট্রায়াল থেকে মোট ৫০ জন ফুটবলারদের বাছা হবে, এরপর সেখান থেকে ফুটবলারদের বাছবেন কোচ জুয়ান ফেরান্ডো। তবে এই জনজোয়ার দেখে নিঃসন্দেহে দারুণ খুশি হবেন জুয়ান, তা বলাই যায়।