ম্যাচ শেষে দুই কোচের হাতাহাতি ইংলিশ প্রিমিয়ার লিগে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক টটেনহামের কোচ আন্তোনিও কন্তে তো এমনিতেই মেজাজি মানুষ। চেলসি বস টমাস টুখেলেরও মেজাজ সপ্তমে থাকে। ম্যাচ শেষে সৌজন্য বিনিময় করতে গিয়ে দুই কোচ হাতাহাতিতে জড়ালেন। লাল কার্ডও দেখলেন।
স্টামফোর্ড ব্রিজে আজ চেলসি-টটেনহাম ম্যাচেও তাই পাওয়া গেল উত্তেজনার গমগমে আঁচ। খেলোয়াড়েরা তো ক্ষণে ক্ষণে মেজাজ হারিয়েছেনই, হাতাহাতি লেগে গিয়েছিল দুই কোচেরও। ম্যাচ শেষে দুজনেই দেখেছেন লাল কার্ড। উত্তেজনা ছাড়ানো ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে ২-২ গোলে। পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
চেলসির দুটি গোলই করেছেন দুই ডিফেন্ডার। ১৯ মিনিটে কর্নার থেকে বল উড়িয়ে পাঠালেন মার্ক কুকুরেয়া। আরেকটি কুলিবালি। অপরদিকে টটেনহ্যামের হয়ে গোল হযবর্গের দ্বিতীয়টি ইনজুরি টাইমের ৬ মিনিটে হ্যারিকেনের। আর এই গোলেই নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া চেলসির।
উত্থান পতনের ম্যাচে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জড়ালেন দুই কোচ। ম্যাচ শেষে দুই কোচ হাত মেলাতে যান নিজেদের মধ্যে। তুখেল হাতটা বেশিক্ষণ চেপে রাখেন। ব্যাস কন্তে রেগে যান। শেষ পর্যন্ত দুই দলের টেকনিক্যাল টিমও সমস্যায় জড়ান। রেফারি দুই কোচকে লাল কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সত্যি বিরল ঘটনা!