কিভাবে টাকা খরচ করেন নেইমি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বর্তমান বিশ্বের চতুর্থ সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলিট ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। খেলার মাঠে নেমে তিনি এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার। সম্প্রতি ফোর্বস সংস্থা জানিয়েছে, ২০২১ সালের মে মাস থেকে ২০২২ সালের মে মাসের মধ্যে নেইমারের খেলার মাঠে আয় ৭০ মিলিয়ন ডলার। শুধুমাত্র আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি এই সময় খেলার মাঠে নেইমারের থেকে বেশি উপার্জন করেছেন।
ফুটবল খেলে উপার্জনের পাশাপাশি নেইমার মাঠের বাইরেও রোজগার করেন বহু পরিমাণ অর্থ। গত এক বছরে তিনি ২৫ মিলিয়ন ডলার আয় করেছেন স্পনসরের মাধ্যমে।
তবে যেমন আয় করেন তেমনই ব্যয়ও করেন পিএসজি তারকা। দেখে নিন কিভাবে খরচ করেন নেইমার-
বিলাসবহুল গাড়ি
অন্যান্য তারকা ফুটবলারদের মতোই নেইমারেরও গাড়ির সখ রয়েছে। নেইমারের অসংখ্য গাড়ি রয়েছে এর মধ্যে ২৩০,০০০ ডলারের ফেরারি ৪৫৮ ইটালিয়া এবং ১২০,০০০ ডলারের অডি আর ৮ স্পাইডার অন্যতম উল্লেখযোগ্য। এছাড়াও তার কাছে রয়েছে ৫০০,০০০ ডলারের এমসি ১২ মাসেরাটি, যা গোটা বিশ্বে মোট ৫০ টি রয়েছে।
https://www.instagram.com/p/BNzt-G_AEqs/?igshid=YmMyMTA2M2Y=
দেশ-বিদেশে সম্পত্তি
ব্রাজিল, প্যারিস এবং বেভার্লি হিলসে নেইমারের নিজস্ব জায়গা ও সম্পত্তি রয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে নেইমারের বাড়ির মূল্য ৭ মিলিয়ন ডলার।
https://www.instagram.com/p/BWKwUihDyr9/?igshid=YmMyMTA2M2Y=
নিজস্ব হেলিকপ্টার, জেট এবং ইয়ট
২০১৯ সালে নেইমার এয়ারবাস এইচ-১৪৫ কেনেন যার দাম প্রায় ১৫ মিলিয়ন ডলার। হেলিকপ্টারের পিছনে রয়েছে নিজের নাম লেখা এবং বসার জায়গায় সেলাই করা রয়েছে ব্যাটম্যানের লোগো। হেলিকপ্টারের পাশাপাশি ব্রাজিল তারকার রয়েছে নিজস্ব হেলিপ্যাড।
https://www.instagram.com/p/CRmrEcCLsKm/?igshid=YmMyMTA2M2Y=
হেলিকপ্টারের পাশাপাশি নেইমারের রয়েছে ব্যক্তিগত জেট। ফ্রান্স এবং ব্রাজিলে যাওয়া আসা করার জন্য তিনি ব্যবহার করেন ১৫ মিলিয়ন ডলারের ইম্ব্রেয়ার লিগাসি ৪৫০। জেটটিতে নয়জন মানুষের জায়গা হবে এবং জেটটি ৬০০ মাইল প্রতি ঘন্টায় চলতে পারে।
রিপোর্ট অনুযায়ী ২০১২ সালে নেইমার একটি ব্যবহৃত ইয়াট কেনেন ৮ মিলিয়ন ডলার দিয়ে। নেইমারের এই ইয়াটটি ব্রাজিলে নেইমারের জন্মস্থানে রয়েছে।
দামি ঘড়ি
২০১৪ সালে নেইমার গাগা মিলানো বুটিকে গিয়ে একবারে ১৬ টি হাতঘড়ি কিনেছিলেন। যার জন্য তার খরচ হয়েছিল ১৮০,০০০ ডলার।
https://www.instagram.com/p/BuY5j2ZA1YC/?igshid=YmMyMTA2M2Y=
জামাকাপড় এবং সাজসজ্জার জিনিস
মাঠের বাইরে নেইমার সর্বদা সুসজ্জিত থাকতে পছন্দ করেন। মাথার চুল থেকে পায়ের জুতো সব কিছু হয় নামকরা ডিজাইনদের ।
রিপোর্ট অনুযায়ী,লুইস ভুইট্টন, বালমেন, টমি হিলফিগার, অফ হোয়াইট হল নেইমারের প্রিয় ব্র্যান্ড। তিনি 'স্নিকার শপিং' নামের একটি অনুষ্ঠানে গিয়ে সেই অনুষ্ঠানের রেকর্ড ভেঙে ফেলেন ১৮,০০০ ডলার দামের জুতো কিনে।
চুলের সজ্জা
মাঠে অসাধারণ ফুটবল খেলার পাশাপাশি নেইমারকে মানুষ আরেক কারণে চেনেন। সেটি হল তার চুলের সজ্জা। খবর অনুযায়ী, নেইমার প্রতি মাসে ২,০০০ ডলার খরচ করেন তার চুলের সজ্জার জন্য।
এনএফটি
এনএফটিতেও নেইমার তার টাকা খরচ করতে ভালোবাসেন। ২০২১ সালের নভেম্বর মাসে এনএফটি স্টারের সাথে তার একটি চুক্তি হয়। ২০২২ সালের জানুয়ারি মাসে তিনি একই দিনে দুটি এনএফটি কেনেন ১ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করে।
https://www.instagram.com/p/CY_fnkDIDOA/?igshid=YmMyMTA2M2Y=
জুয়া খেলা
নেইমার পোকার খেলার বিশাল বড় ভক্ত। ২০২১ সালের এপ্রিল মাসে তিনি অনলাইন পোকার সংস্থা, পোকারস্টারের সাংস্কৃতিক দূত হন। ২০২২ সালের জুন মাসে লাস ভেগাসে পোকারের বিশ্ব সিরিজে তিনি আত্মপ্রকাশ করেন। শোনা গেছে, ফুটবল থেকে অবসর নেওয়ার পর নেইমার পেশাদার পোকার খেলোয়াড় হতে চান।
https://www.instagram.com/p/CYIUH38uHI7/?igshid=YmMyMTA2M2Y=
বড় বড় অনুষ্ঠান আয়োজন
২০২১ সালে নেইমার তার পরিবার ও বন্ধুদের জন্য নতুন বছর উপলক্ষে ৩ দিনের বিলাসবহুল অনুষ্ঠানের ব্যবস্থা করেন। মাঙ্গারাটিবা ম্যানশনে এই অনুষ্ঠানে নাচ-গান, খাওয়া-দাওয়া এবং আতশবাজির অনুষ্ঠান হয়।