কখন কোথায় কীভাবে দেখবেন ভারত বনাম হংকং ম্যাচ? জেনে নিন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার অর্থাৎ ১০ জুন এএফসি এশিয়ান কাপ ২০২৭ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি অবশ্যই জিততে হবে ভারতকে, কারণ প্রতিটা গ্রুপ থেকে একটি দলই সরাসরি এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করবে।
কুলুনের কাই টাক স্টেডিয়ামে ভারত এই ম্যাচে এগিয়ে থাকলেও হংকংয়ের বিরুদ্ধে লড়াই কঠিন হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৫০ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছে। গতবারের এশিয়ান কাপে দুই দেশই মূলপর্বে গিয়েছিল, ফলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।
তবে ভারতীয় ফুটবলপ্রেমীরা চাইবেন এই ম্যাচে জয় পেতে, যেহেতু গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করেছিল তারা। কিন্তু প্রশ্ন হল, কীভাবে এবং কোথায় এই ম্যাচ দেখতে পারবেন ভারতীয় দর্শকরা। ভারতীয় সময় বিকেল ৫.৩০ এ ম্যাচটি শুরু হবে। আর এই ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে। যদিও এই ম্যাচটি কোনও টিভি চ্যানেলে দেখানো হবে না।