সাফ কাপে দাঁপিয়ে খেলেছিলেন, এবার বাংলার এই প্রধানের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ হিমাংশু জাংরার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য অনুর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছে ভারত। আর সেই টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেছিলেন ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড হিমাংশু জাংরা। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল করেছিলেন হিমাংশু।
বর্তমানে দিল্লি এফসির সাথে চুক্তিবদ্ধ রয়েছেন হিমাংশু, তবে এই সাফ চ্যাম্পিয়নশিপে পারফর্মেন্সের পর হিমাংশুকে নিতে একাধিক আইএসএল ক্লাব আগ্রহী থাকবে, তা বলাই যায়। কিন্তু কোন ক্লাবে যেতে চান হিমাংশু? এই নিয়ে তরুণ এই ফরোয়ার্ড উত্তরে বাংলার এই প্রধানের কথা বলেন।
হিমাংশুর ইচ্ছা, এটিকে মোহনবাগানের হয়ে খেলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমাংশু জানিয়েছেন, এটিকে মোহনবাগানের হয়ে খেলতে চান তিনি। বর্তমানে দিল্লি এফসির সাথে ২০২৪ সাল অবধি চুক্তিবদ্ধ রয়েছেন হিমাংশু। এই পরিস্থিতিতে তরুণ এই ফরোয়ার্ডকে যদি তুলে নিতে পারে এটিকে মোহনবাগান, তাহলে তাদের যুবশক্তি আরও বাড়বে। ফারদিন আলি মোল্লা, কিয়ান নাসিরির মত উঠতি তারকাদের পাশে থাকতে পারেন হিমাংশু।
ফরোয়ার্ড ছাড়াও উইংয়ে খেলতে সক্ষম হিমাংশু। ২০২১ সালে দ্য গার্ডিয়ানের নেক্সট জেনারেশন ফুটবল তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন হিমাংশু।