বিএসএসের হেড কোচ হেমন্ত ডোরা। বারপুজো করে মরসুম শুরু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রাক্তন জাতীয় গোলরক্ষক হেমন্ত ডোরাকে হেড কোচ করে আসন্ন কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের যাত্রা শুরু করতে চাইছে বেহালা সংস্কৃতিক সম্মিলনী অর্থাৎ বিএসএস। পহেলা বৈশাখে বার পুজো করেনা এই ক্লাব। ময়দানের এই ক্লাব যেদিন মরসুমের প্রথম অনুশীলনে নামে সেদিনই হয় বার পুজো। এবার মঙ্গলিক পুজো সেই রীতি মেনেই।
বার পুজো করে নতুন মরশুম শুরু করল বিএসএস। কলকাতা ময়দানের কোন মাঠে নয়, হুগলির জনাইতে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ এর প্রিপারেশন চালাবে বিএসএস। ভিনরাজ্যের ফুটবলারদের আলাদা থাকার ব্যবস্থা থাকছে। বলা যেতে পারে একেবারে নিরিবিলিতে নিজেদের প্রস্তুতি চালাতে চলেছে হেমন্ত ডোরা। নতুন কোচ হয়ে বরাবরের মতো চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি।