রেফারিদের উন্নয়নে ১০ কোটি টাকার লগ্নি করবে এফএসডিএল ও এআইএফএফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতে রেফারিদের উন্নতিতে ইতিমধ্যেই বেশ কিছু কাজ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবার আগামী তিন বছরে রেফারিদের কাজের উন্নতির জন্য একটি বিশেষ প্রকল্প গড়ে উঠবে, যাতে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) ও এআইএফএফ ১০ কোটি টাকার বেশি লগ্নি করবে।
এই প্রকল্পটির নাম হল 'এলিট রেফারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম'। এই প্রকল্পটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জুড়ছে প্রোফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস বোর্ড। এই আন্তর্জাতিক সংস্থা ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারি প্রদান করে।
এই আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও পরিচালনা শেয়ার করবে যাদের লক্ষ্য হবে ম্যাচ আধিকারিকদের জন্য একটি বিশেষ ইকোসিস্টেম প্রস্তুত করা যায়। আর এটির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে প্রিমিয়ার লিগের সাথে আইএসএলের দীর্ঘমেয়াদি চুক্তি।
এই প্রকল্পটির সাথে যুক্ত থাকা এক সূত্র এ বিষয়ে জানিএয়ছেন, "ফুটবলে রেফারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এলিট রেফারিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভারতের ক্রীড়ায় রেফারিংয়ের মান বৃদ্ধিতে এফএসডিএল ও এআইএফএফ এর একটি অঙ্গীকার। এই প্রকল্প ভারতীয় রেফারিংয়ে এলিট পর্যায়ে পেশাদারিত্ব বাড়াবে।"