সমর্থকদের কথা না ভেবেই এটিকের সাথে মিশেছে মোহনবাগান - ক্ষোভ প্রকাশ ফ্রান গোঞ্জালেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ব্যারেটো পরবর্তী বিদেশীদের মধ্যে যারা মোহনবাগান সমর্থকদের অত্যন্ত প্রিয়, তাদের একজন হলেন ফ্রান গোঞ্জালেজ। স্প্যানিশ এই মিডফিল্ডার মোহনবাগানের ২০১৯-২০ আইলিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আর তারপর থেকেই সবুজ-মেরুণ সমর্থকদের মধ্যমণি হয়ে উঠেছেন।
তবে আইলিগ জয় ও দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েও পরের মরশুমে দলে সুযোগই পাননি ফ্রান। এটিকে ও মোহনবাগানের সংযুক্তিকরণের পর, অধিকাংশ খেলোয়াড়ই এটিকের দল থেকে রিটেইন করা হয়েছিল। ফলে ফ্রানকে সরিয়ে দেওয়া হয়। আর এ নিয়ে সে সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন ফ্রান।
এবার দেড় মরশুম পরেও এই সংযুক্তিকরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফ্রান। রিয়াল কাশ্মীরের হয়ে আইএফএ শিল্ড খেলতে কলকাতা এসেছেন এই স্প্যানিশ মিডিও। আর এসে এটিকে মোহনবাগানের দলগঠন নিয়ে কথা তুললেন ফ্রান।
এক সর্বভারতীয় মিডিয়ার সাথে সাক্ষাৎকারে ফ্রান এই সংযুক্তিকরণ নিয়ে বলেছেন, "আমরা রাজি না হলেও, আমাদের মেনে নিতে হবে যে ফুটবল ব্যবসা হয়ে উঠেছে। ওরা এমন একটি বড় ক্লাবকে এক কোম্পানির সাথে বেচে দিল, আর সমর্থকদের কথা ভাবলই না। আপনারা তার ফল দেখতে পারছেন। সব থেকে দামী খেলোয়াড়দের নিয়ে খেললেও নিজেদের সমর্থকদের সেই সংযোগই পাচ্ছে না তারা। আপনি অর্থ দিয়ে আবেগ কিনতে পারেন না।"
মোহনবাগান থেকে বিদায়ের পর আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসিতে গত আইএসএল খেলেছিলেন ফ্রান। বর্তমানে আইলিগের দল রিয়াল কাশ্মীরের হয়ে খেলছেন এই স্প্যানিশ তারকা।