প্রয়াত কিংবদন্তী অলিম্পিয়ান বদ্রু ব্যানার্জি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলের আরও এক মহীরুহের ইতি ঘটল। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত ফুটবলার ও অলিম্পিয়ান সমর (বদ্রু) ব্যানার্জি। ৯২ বছর বয়সে চলে গেলেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালে দীর্ঘ লড়াই করার পর প্রয়াত হলেন এই কিংবদন্তী।
দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপ ও অ্যাজোটেমিয়া নিয়ে গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু ব্যার্নাজি। এবং এই কঠিন পরিস্থিতিতে বদ্রু ব্যানার্জির পাশে ছিল মোহনবাগান ক্লাব ও রাজ্য ক্রীড়া দপ্তর। মোহনবাগান সচিব দেবাশিস দত্তের অনুরোধে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের উদ্যোগে এই প্রাক্তন অলিম্পিয়ানের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সেখানে বদ্রু ব্যানার্জির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর তাকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়। গত কয়েক দিন ধরে সঙ্কটজনক অবস্থায় ছিলেন। ভেন্টিলেশনে ছিলেন বদ্রু। কিন্তু শেষ অবধি লড়াইটা জিততে পারলেন না বদ্রু। শনিবার সকালে কলকাতা ময়দানকে কাঁদিয়ে বিদায় নিলেন এই কিংবদন্তী।
ভারতীয় ফুটবলের অন্যতম বড় চরিত্র এই বদ্রু ব্যানার্জি। ১৯৫২-৫৯, মোট সাত বছর মোহনবাগানের হয়ে খেলেছেন বদ্রু। ১৯৫৮ সালে মোহনবাগানের অধিনায়ক ছিলেন। ১৯৫৩ ও ১৯৫৫ সালে ডুরান্ড কাপ ও রোভার্স কাপ জয়ী মোহনবাগান দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে বদ্রু ব্যানার্জির নেতৃত্ব ভারতীয় ফুটবল দল সেমি ফাইনাল খেলেছিল। ২০০৯ সালে মোহনবাগান রত্ন পান বদ্রু। বিদায় নিলেন ময়দানের আরও এক মহীরুহ।