অর্থের অভাবে পা হারাতে পারেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার, চাইছেন সাহায্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ময়দানের আরও এক ফুটবলার আজ বিপদে। হারাতে পারেন তাঁর পা, প্রশ্নের মুখে তাঁর ফুটবল কেরিয়ার। প্রাক্তন ইস্টবেঙ্গল, মহামেডান এবং কালিঘাটের খেলোয়াড় জয়দেব চক্রবর্তীর এমন করুণ অবস্থাই সম্প্রতি জানা গেছে। এক সময় ইস্টবেঙ্গল যুব দলের হয়ে দাপিয়ে খেলা জয়দেবকে খেলার মাঠে সকলে লি নামে ডাকেন। যে ফুটবলের জন্য একসময় বিদেশ পাড়ি দিয়েছিলেন লি, সেই ফুটবল খেলতে গিয়েই এমন বিপদের মুখে তিনি।
অশোকনগর লেকটাউনের বাসিন্দা লির কাছে ফুটবলই সব। সেই ফুটবলকে ঘিরেই তাঁর বড় হওয়া। শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলে ট্রায়াল দিয়ে সুযোগ পাওয়ার পর তাঁর কেরিয়ারের বিষয় আর ভাবতে হয়নি তাকে। ময়দান কাঁপানোর পাশাপাশি ম্যানচেস্টার কাপেও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
পরিবারের একমাত্র রোজগেরে মানুষ জয়দেবের এমন অবস্থার কারণ নিজের মুখেই জানিয়েছেন। ২০১৭ সালে একটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন লি। সেইসময় তিনি কোনোরকম অস্ত্রপ্রচার করেননি। ২০২২ সালে অস্ত্রপ্রচার করলে তাঁর পায়ে সেপটিক হয়ে যায়। এরপর চিকিৎসকরা আরও একবার অস্ত্রপ্রচার করাতে বলেন। এরপর বিভিন্ন মানুষের সাহায্যে চেন্নাই এবং ব্যাঙ্গালোরে যান চিকিৎসা করাতে। চেন্নাইয়ের চিকিৎসক জানান তাঁর পা অস্ত্রপ্রচার করে বাদ দিতে হবে। পা বাদ যাওয়ার কথা শুনে ভেঙ্গে পরেন লি এবং তাঁর পরিবার।
এরপর লি মুম্বাইয়ের চিকিৎসকের থেকে পরামর্শ নেন। সেখানে তিনি জানতে পারেন তাঁর পা বাঁচানো সম্ভব। যদিও খেলার মাঠে ফেরা হয়তো আর সম্ভব নয়। তবে এই মুহূর্তে বাধা হয়ে দাড়িয়েছে অর্থ। তিনি জানিয়েছেন তাঁর এই অস্ত্রোপ্রচারের জন্য প্রয়োজন প্রচুর অর্থের। এবং এই মুহুর্তের তাঁর পরিবারের কাছে অর্থ রয়েছে যৎসামান্য। এতোদিন নিজেদের দোকান বিক্রি করে চিকিৎসা করলেও, সেই অর্থও প্রায় শেষের দিকে।
প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছেন পাড়া-প্রতিবেশী আত্মীয়রা। তবে সেই অর্থও যথেষ্ট নয়। তাই তাঁর এই অস্ত্রপ্রচারের জন্যে লি এবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।