বিশ্বকাপের বাজারে বাংলায় শুরু হচ্ছে ফুটবল কার্নিভাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবলের সবচেয়ে বড় উৎসব ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে ২০ নভেম্বর থেকে। বিশ্বের সেরা ফুটবলীয় দেশগুলি অংশগ্রহণ করতে চলেছে এই টুর্নামেন্টে। আর এই বিশ্বকাপের মাসেই বাংলার মাটিতে শুরু হচ্ছে অভিনব এক ফুটবল কার্নিভাল। কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগণা এই চার জেলার পুরুষ এবং মহিলা ফুটবলারদের নিয়ে মোট ৪৮ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে।
খবর অনুযায়ী ৩২ টি পুরুষ ফুটবলারদের দল এবং ১৬টি মহিলা ফুটবলারদের দল খেলতে চলেছেন এই কার্নিভালে৷ এর মধ্যে প্রতিটি জেলা থেকে থাকবে ৮টি পুরুষ খেলোয়াড়দের দল এবং ৪ টি মহিলা খেলোয়াড়দের দল।
ফিফা বিশ্বকাপ শুরুর চারদিন আগে অর্থাৎ ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই কার্নিভাল। যার ফাইনাল ডিসেম্বর মাসের ১৭ তারিখে। টুর্নামেন্টটি রেভস্পোর্টজ নামক এক সংবাদ সংস্থার উদ্যোগে আয়োজিত হতে চলেছে, সহযোগিতায় রয়েছে এক্সট্রা টাইম। ফুটবল কার্নিভালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার দেবজিত ঘোষ। টুর্নামেন্টের থিম সং গেয়েছেন বিখ্যাত বাঙালি গায়ক অনীক ধর।
আজ, ১৮ ই অক্টোবর প্রেস ক্লাবে কার্নিভালের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবজিত ঘোষ, অনীক ধর, প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান এবং আইএফএ সচিব অনির্বান দত্ত। কার্নিভালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেবজিত ঘোষ জানিয়েছেন, "এই ধরনের টুর্নামেন্ট বাংলার ফুটবলের জন্য ভালো উদ্যোগ। তবে এই কার্নিভালে বিদেশি এবং কলকাতা প্রিমিয়ার ডিভিশনের 'এ' এবং 'বি' গ্রুপের ফুটবলারদের যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয়। যেসকল ফুটবলাররা সুযোগ পাননা তাদের সুযোগ দেওয়া হোক। বিদেশি ছাড়াই বাঙালি ফুটবলাররা খেলুক।"