এই এমবাপ্পে আমার এমবাপ্পে নয়! পিএসজি তারকাকে নিয়ে বার্তা রিয়াল মাদ্রিদ সভাপতির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একটা সময় কার্যত নিশ্চিত ছিল, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু পিএসজির লোভনীয় চুক্তিতে শেষ অবধি প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে।
এবং এমবাপ্পের না আসা নিয়ে বেশ হতাশ হন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। একইভাবে হতাশ রিয়াল মাদ্রিদের সভাপতি ফিওরেন্তিনো পেরেজ। এক সাক্ষাৎকারে পেরেজ বলেছেন, "ওনার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলার। আমরা গত বছরের আগস্ট মাসে তা করতে চেয়েছিলাম কিন্তু তারা তাকে ছাড়েনি। উনি বলতেই থেকেছিলেন যে তিনি মাদ্রিদে খেলতে চান এবং ১৫ দিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়।"
এরপর ফিওরেন্তিনো পেরেজ বলেছেন, "এই এমবাপ্পেকে আমি আনতে চাই, তিনি অন্য আর একজন ছিলেন, যিনি নিশ্চই নিজের স্বপ্ন বদলেছেন। উনি পাল্টান, ওনাকে অন্যান্য জিনিসের প্রস্তাব দেওয়া হয়, ওনাকে চাপ দেওয়া হয় এবং এর জেরে উনি একজন ভিন্ন ফুটবলার হয়ে ওঠেন। রিয়াল মাদ্রিদে কেউই ক্লাবের থেকে বড় নন। উনি একজন দুর্দান্ত খেলোয়াড়। উনি বাকিদের থেকে অনেক বেশি কিছু জিততে পারেন। কিন্তু এটি একটি দলগত খেলা এবং আমাদের নীতি ও নিয়ম রয়েছে যা আমরা বদলাতে পারি না।"
শেষে পেরেজ কার্যত ক্ষোভের সুরে বলেন, "যে এমবাপ্পের এখানে আসার কথা ছিল সেটি ইনি নন। যদি ইনিই হন, আমি চাইব উনি পিএসজিতেই থাকুন। আমি সেই এমবাপ্পেকে চেয়েছিলাম যার মধ্যে স্বপ্ন ছিল। এই এমবাপ্পে আমার এমবাপ্পে নয়, যিনি নিজের জাতীয় দলের হয়ে কাজ করতে চান না। আমি এমনটা চাই না।"