ফিফার নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে কঠোর মনে করলেও ইতিবাচক দিক দেখছেন বাইচং ভুটিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার মধ্যরাতে চাঞ্চল্যকর চিঠি পাঠিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এবং এর জেরে ভারতীয় ফুটবলে ঘোর অশনি সংকেত হাজির হয়েছে, তা বলাই যায়। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরে এই নিষেধাজ্ঞা, আর এর জেরে আসন্ন অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ সরে যেতে পারে ভারত থেকে।
এবং এই সিদ্ধান্ত নিয়ে নানা মত প্রাক্তন ফুটবলারদের। ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া মনে করেন, ফিফার এই সিদ্ধান্ত খুবই কঠোর। তবে এই নিষেধাজ্ঞার মাঝেও ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন ভারতের এই প্রাক্তন ফরোয়ার্ড।
এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বাইচুং বলেছেন, "খুবই দুর্ভাগ্যজনক যে ফিফা ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছেন এবং একই সময়ে আমি মনে করি এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি অত্যন্ত কঠোর।"
"তবে আমি একই সাথে মনে করি, এটি একটি বড় সুযোগ আমাদের কাছে আমাদের সিস্টেমকে ঠিক করার। খুবই গুরুত্বপূর্ণ হল প্রতিটি স্টেকহোল্ডার, ফেডারেশন ও রাজ্য সংস্থাকে এক সাথে এগিয়ে আসতে হবে এবং সিস্টেমটিকে ঠিক করতে হবে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে।"