রেফারির গায়ে ক্যামেরা, এআই দিয়ে অফসাইড নির্ধারণ - ফিফা ক্লাব বিশ্বকাপে একাধিক চমক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরে বড় আকারে আয়োজিত করা হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে এবারের বিশ্বকাপে বেশ কিছু চমক থাকছে, তা বলাই বাহুল্য। সেই চমকের কিছু বিষয়ে শুক্রবার ঘোষণা করেছে ফিফা।
এই প্রথমবার কোনও ফিফা প্রতিযোগিতায়, রেফারিরা নিজেদের শরীরে ক্যামেরা লাগাবেন। যেখানে বাছাই করা কিছু ফুটেজ লাইভ সম্প্রচারে দর্শকদের দেখানো হবে। এর আগে বিশ্বের একাধিক লিগে রেফারিরা বডি ক্যাম ব্যবহার করেছেন, কিন্তু ফিফার কোনও প্রতিযোগিতায় এই প্রথমবার ব্যবহৃত হচ্ছে। এর ফলে মাঠের পরিবেশ সম্বন্ধে অনেক বেশি অবগত হবেন মাঠের বাইরে থাকা দর্শকরা।
এদিকে অফসাইড নির্ধারণের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে এই বিশ্বকাপে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে আরও অনেক ক্যামেরা ও বল সেন্সরের সাথে এআই প্রযুক্তিও ব্যবহার করা হবে। যদিও শেষ সিদ্ধান্ত নেবেন ভিএআরে দায়িত্বপ্রাপ্ত রেফারিরাই।