দুটি বিশ্বমানের গোলেও এল না জয়, গোয়ার কাছে হেরে লাস্ট বয় ইস্টবেঙ্গল

এসসি ইস্টবেঙ্গল - ৩ (আন্তোনিও পেরোসেভিচ - ২, আমির ডেরভিসেভিচ)
এফসি গোয়া - ৪ (আলবার্তো নোগুয়েরা - ২, জর্জে ওরতিজ, আন্তোনিও পেরোসেভিচ - নিজ গোল)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিশাহীন খেলা ইস্টবেঙ্গলের। আর তার সুযোগ নিয়ে তিন ম্যাচ হারা এফসি গোয়া পেল টুর্নামেন্টের প্রথম জয়। যেন বাকি দলগুলো চায় এসসি ইস্টবেঙ্গলের সাথে খেলতে, পয়েন্ট পাওয়ার জন্য।
১৪ মিনিটে দুরপাল্লার শটে গোল করেন আলবার্তো নোগুয়েরা। এরপর ২৬ মিনিটে গোলার মত শটে শোধ করেন আন্তোনিও পেরোসেভিচ। তবে ৩২ মিনিটে বক্সে ফাউল করেন সৌরভ দাস, আর পেনাল্টি থেকে গোয়াকে এগিয়ে দেন জর্জে ওরতিজ। এরপর ৩৭ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন আমির ডেরভিসেভিচ। তবে ৪৪ মিনিটে দুর্ভাগ্যবশত নিজের গোলেই বল ঢুকিয়ে দেন পেরোসেভিচ।
এরপর দ্বিতীয়ার্ধে নিজ গোলের বদলা নেন পেরোসেভিচ, ৫৯ মিনিটে বলটি স্ন্যাচ করে গোল করেন। তবে ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন নোগুয়েরা।
আক্রমণ ও পাসিংয়ের বাহার ছিল এফসি গোয়ার খেলায়। এদিকে কাউন্টার অ্যাটাকে চেষ্টা করে ইস্টবেঙ্গল। একাধিক সুযোগ পেলেও তা মিস করেন চিমা ও পেরোসেভিচ। যার ফলে হেরে লিগ টেবিলের একেবারে শেষে চলে গেল ইস্টবেঙ্গল।