সরাসরি ইউরোপা লিগে খেলতে গেলে এখনও এই বাধা টপকাতে হবে এফসি বার্সিলোনাকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এফসি বার্সিলোনা ছিটকে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বায়ার্ন মিউনিখের কাছে হেরে এবং বেনফিকার জয়ে গ্রুপে তৃতীয় হয়ে শেষ করল বার্সিলোনা। আর এর জেরে উয়েফা ইউরোপা লিগের পথে গেল বার্সা। ২০০৩-০৪ মরশুমের পর আবারও ইউরোপা লিগে গেল কাতালান জায়ান্টরা।
এত দিন, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তৃতীয় হলে সরাসরি ইউরোপা লিগের নকআউট পর্বে চলে যাওয়া যেত। কিন্তু এই মরশুম থেকে, ইউরোপা লিগের ফর্ম্যাটে পরিবর্তন আসছে। এবার নকআউট প্লেঅফ পর্ব আয়োজিত হবে, আর সেটি খেলে ইউরোপা লিগের মূলপর্বে যেতে হবে বার্সিলোনাকে।
মোট ১৬টি দল এই ইউরোপা লিগ নকআউট প্লে অফ রাউন্ড খেলবে। এর মধ্যে থাকবে ইউরোপা লিগের আটটি গ্রুপের রানার্স আপ, যারা বাছাইকৃত হবে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আটটি গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দল, যারা অবাছাইকৃত হবে। এবার এই বাছাই ও অবাছাই দলের মধ্যে ড্র হয়ে ম্যাচগুলি জানা যাবে। এবং এটিও উল্লেখ্য, একই দেশের দুটি দলের মধ্যে খেলা হবে না।
দেখে নেওয়া যাক এই প্লে অফ পর্বের ১৬টি দল -
ইউরোপা লিগ রানার আপ (বাছাইকৃত) - রেঞ্জার্স, পিএসভি / রিয়াল সোসাইদাদ, লেস্টার সিটি / স্পার্টাক মস্কো / নাপোলি / লেগিয়া ওয়ারশ, গালাতাসারে / লাজিও, রেড স্টার বেলগ্রেড / ব্রাগা / মিডজিল্যান্ড, ডিনামো জাগ্রেব / গেঙ্ক, রিয়াল বেটিস।
চ্যাম্পিয়ন্স লিগ তৃতীয় স্থানাধিকারী (অবাছাইকৃত) - আর বি লিপজিগ, পোর্তো, বরুসিয়া ডর্টমুন্ড, শেরিফ টিরাসপোল, এফসি বার্সিলোনা, ভিল্লারিয়াল / আটালান্টা, সেভিয়া, জেনিত সেইন্ট পিটার্সবার্গ।
আগামী ১৩ নভেম্বর সোমবার এই ড্র আয়োজিত হবে। মোট দুটি লেগে এই ম্যাচ আয়োজিত হবে। প্রথম লেগের খেলা হবে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় লেগ হবে ২৪ ফেব্রুয়ারিতে। আর তারপর সেখান থেকে আট বিজয়ী দল ইউরোপা লিগের শেষ ১৬ পর্বে যোগ্যতা অর্জন করবে।