এক্সক্লুসিভ : মোহনবাগান সমর্থকদের আমি খুব মিস করছি - জোসেবা বেইতিয়া

সাইফ, এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : ২০১৯-২০ এর আইলিগে দাপুটে পারফর্মেন্স করে জয়ী হয় মোহনবাগান। আর সেই খেতাব জয়ে বড় ভূমিকা রাখেন স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইতিয়া। তারপর কেটে গিয়েছে দুটি বছর। বর্তমানে তিনি রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির মধ্যমণি। আর মোহনবাগানের পর এবার পাঞ্জাবের হয়ে আইলিগ জিততে চান বেইতিয়া।
এক্সট্রা টাইম বাংলার বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন বেইতিয়া। আইলিগে রাউন্ডগ্লাস পাঞ্জাবের জেতার সম্ভাবনা নিয়ে বেইতিয়া বলেছেন, "এবারের আইলিগ যথেষ্ট কঠিন। আমার মনে হয় আমাদের খুব ভালো দল রয়েছে। বেশ কিছু ভালো তরুণ ও বিদেশী খেলোয়াড় রয়েছে এবং আমাদের সম্ভাবনা রয়েছে খেতাব জেতার। তবে কাজটা কঠিন হবে এবং আমরা চেষ্টা করে যাব এই খেতাব জেতার জন্য।"
আবারও কলকাতায় ফিরেছেন বেইতিয়া, সেই পুরোনো সমর্থকদের কাছে আবারও এসেছেন। এই নিয়ে বেশ খুশি হয়ে বেইতিয়া বলেছেন, "খুবই ভালো লাগছে কলকাতায় ফিরে আসতে পেরে। এখানে আমি মোহনবাগানের সাথে বেশ কিছু বিশেষ মুহুর্ত কাটিয়েছি। এই সমর্থকদের আমি বড্ড বেশি মিস করি, আমরা ফুটবল খেলি আমার সমর্থকদের জন্য। তবে আমাদের এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। সমর্থকদের আমরা পাশে পাব না, তবে আমরা আমাদের সেরাটা দেব এবং তাদের সেরা ফুটবলটা দেওয়ার চেষ্টা করব।"
এক সময় দুজনে মিলে মোহনবাগানকে আইলিগ জেতানোর পর এবার দুজনেই প্রতিদ্বন্দ্বী। এবারের আইলিগে রিয়াল কাশ্মীরের হয়ে খেলবেন ফ্রান গোঞ্জালেজ। তার বিরুদ্ধে নামা নিয়ে বেইতিয়া বলেছেন, "হ্যাঁ অবশ্যই, ওর বিরুদ্ধে নামাটা একটু অদ্ভুত হবে কারণ আমরা বরাবরই এক সাথে খেলে এসেছি। আমরা খুব ভালো বন্ধু, মাঠের বাইরে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, আমরা একে অপরের সাথে কথা বলি। তবে মাঠে আমরা নিজেদের সেরাটা দেব যাতে আমাদের দল জেতে। দেখা যাক, কি হয়।"
কোচ অ্যাশলে ওয়েস্টউডের সাথে কাজ করা নিয়ে বেইতিয়া বলেছেন, "হ্যাঁ, আমি প্রতিদিন শিখছি। আমার বয়স ৩১ বছর বয়স হলেও আমি প্রতিনিয়ত শিখছি। আমি ওনার (ওয়েস্টউড) থেকে শিখে নিজেকে উন্নত করছি। আশা করছি, অনুশীলনের পর আমরা যাতে ট্রফিটি জিততে পারি।"