ঠিক কি হয়েছিল, যার জন্য ফের উয়েফাকে আয়োজন করতে হল চ্যাম্পিয়ন্স লিগের ড্র?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ও ইউরোপা লিগের নকআউট প্লে অফসের ড্র আয়োজিত হয়। আর সেখানে চ্যাম্পিয়ন্স লিগের ড্র প্রথমবার করা হলেও সেটিকে বাতিল ঘোষণা করা হয়, আর তারপর দ্বিতীয়বার ফের ড্র আয়োজিত হয়। কিন্তু কেন এমনটা হল?
উয়েফার তরফ থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল ত্রুটির কারণে পুনরায় ড্র আয়োজিত করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে বেশ কিছু ভুল করা হয়েছিল উয়েফার তরফ থেকে। প্রথমে বেনফিকাকে রিয়াল মাদ্রিদের সাথে ফেলা হয়, কিন্তু দ্বিতীয় টাইতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। যেহেতু এই দুই ক্লাব একই গ্রুপে ছিল, ফলে তারা আবার খেলতে পারবে না। এর জেরে ম্যানচেস্টার সিটিকে ভিয়ারিয়ালের সাথে ড্র করানো হয়।
এরপর তৃতীয় টাইতে যখন অ্যাটলেটিকো মাদ্রিদকে আনা হয়, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের বলটি পটে দেওয়া হয়নি। যার ফলে স্বাভাবিক অর্থে ইউনাইটেডের বল তোলা হবে না। আর এই নিয়ে ড্রয়ের পর উয়েফাকে অভিযোগ জানিয়েছিল একাধিক ক্লাব। যার জেরে আবারও ড্রয়ের আয়োজন করা হয়।
প্রথম ড্রয়ে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে প্যারিস সেইন্ট জার্মেইনের খেলা পড়েছিল, তখন ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখার আশায় উচ্ছ্বসিত হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। তবে দ্বিতীয় ড্রতে সেই উচ্ছ্বাস চলে যায়।