টিকিট পাননি! অভিমানে ডার্বি বয়কট প্রাক্তন ফুটবলারদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাঙালির আভিজাত্য বড় ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। দুই দলের প্রস্তুতি শেষে খেলোয়াড়রা অপেক্ষা করছেন মাঠে জবাব দেওয়ার জন্য। মাঠে কি ফলাফল হবে তা জানতে হলে অপেক্ষা করতেই হবে আজকের গোটা দিন। তবে ডার্বি নিয়ে মাঠের বাইরের বিতর্ক ক্রমশই বেড়ে চলেছে।
গতকাল জানা গিয়েছিল আইএফএ কলকাতা ডার্বির টিকিট প্রত্যাখ্যান করেছে, এটিকে মোহনবাগান পরিচালকদের অব্যবস্থাপনার কারনে। আজ ২৯ অক্টোবর ডার্বির দিন অপমানিত হয়ে ডার্বি বয়কট করলেন প্রাক্তন তারকা-মহাতারকা ফুটবলাররা।
এতদিন কলকাতা ডার্বিতে প্রাক্তন খেলোয়াড়দের খেলা দেখার ব্যবস্থা করা হত ম্যাচের অনেক আগেই। প্রাক্তন খেলোয়াড় অলোক দাস ডার্বিতে প্রাক্তন খেলোয়াড়দের ম্যাচ দেখার ব্যবস্থাটি পরিচালনা করতেন। তবে আজকের ডার্বি ম্যাচের আয়োজক দল এটিকে মোহনবাগানের টিকিট নিয়ে অপেশাদারিত্ব আঘাত এনেছে একসময় এই ডার্বি ম্যাচেরই অনেক নায়ক-মহানায়কদের।
খবর অনুযায়ী, আয়োজক দলের তরফে প্রাক্তন খেলোয়াড়দের জানানো হয় ডার্বি ম্যাচের টিকিট নিতে হলে আজ, অর্থাৎ বড় ম্যাচের দিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসতে হবে। এরপরেই প্রাক্তন খেলোয়াড়রা সিদ্ধান্ত নেন আইএসএলের কলকাতা ডার্বি তাঁরা বয়কট করছেন।
এই ঘটনার পর আবারও একই প্রশ্ন উঠছে! ডার্বির এতো টিকিট গেলো কোথায়?