ব্রেন্টফোর্ডের কাছে লজ্জাজনক হারের পর খেলোয়াড়দের প্রতি ক্ষোভপ্রকাশ টেন হাগের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুরুটা একেবারেই ভালো হল না ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন হেড কোচ এরিক টেন হাগের। প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ ফলে হারল ইউনাইটেড। আর এর জেরে দলের খেলোয়াড়দের উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন ডাচ এই প্রশিক্ষক।
প্রথমার্ধেই চার গোল খেয়ে বসে রেড ডেভিলসরা। যার ফলে বিরতির সময়ে টেন হাগ তুলে নেন দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও লুক শ এবং মিডফিল্ডার ফ্রেডকে। যদিও টেন হাগ চেয়েছিলেন, সকল খেলোয়াড়দেরই পরিবর্তন করতে।
এই নিয়ে ম্যাচের পর টেন হাগ বলেছেন, "আমি তিনটি পরিবর্তন করেছি, কিন্তু আমি সবাইকেই পরিবর্তন করতে পারতাম। আমরা ম্যাচে এনার্জি আনতে চেয়েছিলাম, যাদের পরিবর্তন করিয়েছি তাদের একার দোষ নয় কারণ এই দোষটা সবার।"
এদিনের খেলা নিয়ে টেন হাগ বলেছেন, "আমরা যেভাবে খেলেছি, তা খুবই হতাশাজনক, আপনাকে আরও আক্রমণাত্মক খেলতে হবে। আমরা ওদের আমন্ত্রণ জানিয়েছি চাপ দেওয়ার এবং লং বল খেলার জন্য। আমরা ওদের অনুমতি দিয়েছি, মাঠে ওদের অনেক জায়গা ছেড়ে দিয়েছি এবং আমাদের সেই অপশনটিই বাছতে হত। সেটাই আমরা করতে পারতাম না। একেবারেই ভালো নয়, অবশ্যই এরকম মান আমরা দেখাতে চাইনি।"
এদিকে ম্যাচে দলের একাধিক ভুল নিয়ে টেন হাগ বলেছেন, "আপনার একটি পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সেই পরিকল্পনা আমরা আস্তাকুড়ে ফেলে দিয়েছি। প্রথম দুটি গোলের ক্ষেত্রে ট্যাকটিকাল কোনও ভুল ছিল না। সেখানে বল নিয়ে খেলারই ভুল ছিল। ওরা আমার নির্দেশ মেনেছে, কিন্তু ওরা নিজেরা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটাই ফুটবল, ভুলে ভর্তি খেলা এবং আমরা তার শাস্তি পেয়েছি।"
শেষে নিজের উপরেও এই দোষ চাপিয়ে টেন হাগ বলেছেন, "আমায় ভুল বুঝবেন না, কোচও এর জন্য দায়ী, ওনারই মূল দায়িত্ব থাকে, এবং আমি তা গ্রহণ করি। আর আমি এটি নিয়ে কাজ করব। আমায় ওদের বিশ্বাস যোগাতে হবে, কিন্তু সেটি নিজেদেরই নিজেদের উপর প্রয়োগ করতে হবে।"