নীরস খেলায় চেকদের হারিয়ে গ্রুপ টপার ইংল্যান্ড, ছন্দে ফিরল কেন-স্টার্লিংরা

চেক প্রজাতন্ত্র - ০
ইংল্যান্ড - ১ (রাহিম স্টার্লিং)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দুই গ্রুপ ম্যাচের মতই ভালো শুরু করেও খেলাটিকে ক্রমশ বোরিং করে দিল ইংল্যান্ড। কিন্তু চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে দাপট ও আধিপত্য দেখিয়েই জয় হাসিল করল গ্যারেথ সাউথগেটের ছেলেরা।
শুরু থেকেই আক্রমণ ও বল পজেশন বজায় রেখেছিল ইংল্যান্ড। প্রথম দুই মিনিটে বারে মারেন রাহিম স্টার্লিং, কিন্তু ১২ মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে হেড মেরে গোল করেন এই তারকা উইঙ্গার। আর তারপরেই দাপট জারি রেখেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের খেলায় কিছুটা মরচে দেখা দেয়, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি চেকরা।
উল্লেখযোগ্য বিষয় হল, গ্রুপের তিন ম্যাচেই ক্লিন শট বজায় রেখেছে ইংল্যান্ড। হ্যারি কেনকে এই ম্যাচে বেশ ছন্দে দেখা গিয়েছে। তারকা ডিফেন্ডার হ্যারি।ম্যাগুইয়র ফিরেছেন মাঠে, আর নজর কেড়েছেন তরুণ উইঙ্গার বুকায়ো সাকা। ফলে ছন্দে থেকেই শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। অন্যদিক সেরা তৃতীয় স্থানাধিকারী হিসেবে শেষ ষোলোয় উঠল চেক প্রজাতন্ত্র।
তবে শেষ ষোলোয় ইংল্যান্ডকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ গ্রুপ এফ এর রানার্স আপের বিরুদ্ধে খেলতে হবে। অর্থাৎ, জার্মানি, হাঙ্গেরি, ফ্রান্স কিংবা পর্তুগালের বিরুদ্ধে খেলতে হতে পারে ইংল্যান্ডকে।