ইস্টবেঙ্গলের সাথে সমঝোতার অভাব হলে চুক্তি বাতিল হতে পারে, চরম বার্তা ইমামি গ্রুপ ডিরেক্টরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কবে সই হবে ইস্টবেঙ্গলের সাথে ইমামির জোটবন্ধনের চুক্তিপত্র? এখনও অবধি চুক্তির খসড়াই এসে পৌঁছয়নি ক্লাবে, তার উপর আরও অনেক প্রক্রিয়া বাকি রয়েছে। এবং ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ায় একের পর এক খেলোয়াড়ও অন্য ক্লাবে চলে যাচ্ছে।
এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকরা চিন্তিত থাকবেন, তা বলাই যায়। যেখানে নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জোটবন্ধনের কথা ঘোষণা করেছিলেন, সেখানে কেন এই বিলম্ব? এই নিয়ে এবার মুখ খুলেছেন ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছেন, এখনও অবধি কথাবার্তা চলছে এবং সই হওয়ার বিষয়ে তারা ১০০ শতাংশ আশাবাদী। এবং কি কারণে এই বিলম্ব হয়েছে, সেটিও জানিয়েছেন ইমামি ডিরেক্টর।
আদিত্য আগরওয়াল বলেছেন, "চুক্তিপত্র এখনও সই হয়নি। আলোচনা এখনও চলছে। সব কিছু আগামী সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। স্টেক-হোল্ডিং প্যাটার্ন ও অন্যান্য বিষয় নিয়েই আলোচনা চলছে।"
তবে আদিত্য আগরওয়াল এমনও ইঙ্গিত দিলেন, চুক্তি বাতিল হলেও হতে পারে। তিনি বলেছেন, "আমরা এখনও অবধি চুক্তি সই করতে পারিনি এবং যদি বোঝাপড়ার অভাব থেকে থাকে, তাহলে চুক্তিটি বাতিলও হতে পারে। তবে আমি জল্পনা ছড়াতে চাই না, আমরা ১০০ শতাংশ ইতিবাচক। সব কিছু এক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।"
কিন্তু এই বিলম্ব ইস্টবেঙ্গলের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে তা বলাই যায়। ইতিমধ্যেই আইএসএলের বাকি ফ্র্যাঞ্চাইজিরা দল তৈরি শুরু করে দিয়েছে। এমনকি কলকাতা লিগের বেশিরভাগ টিমের দলগঠন প্রস্তুত। সেখানে ইস্টবেঙ্গল কিছু খেলোয়াড়কে প্রাক চুক্তিতে সই করে রেখেছে। ফলে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত ইস্টবেঙ্গলের অন্দরমহলে।