এটিকে মোহনবাগান নয়, আইএসএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নামতে পারে ইমামি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আসন্ন আইএসএল। ইতিমধ্যেই সমস্ত আইএসএল ফ্র্যাঞ্চাইজিকে তাদের হোম ম্যাচের সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। যা সম্ভাবনা ছিল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা কেরালা ব্লাস্টার্স ও এটিকে মোহনবাগানের।
কিন্তু এবার এই সম্ভাবনায় পরিবর্তন এল। এটিকে মোহনবাগান নয়, বরং কলকাতার আর এক প্রধান ইমামি ইস্টবেঙ্গল এফসি। আগামী ৭ অক্টোবর আইএসএলের উদ্বোধনী ম্যাচ হবে কোচিতে, যেখানে কেরালার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
মূলত এমনটা করা হয়েছে এটিকে মোহনবাগানের এএফসি কাপের সূচির জন্য। যেহেতু সবুজ-মেরুণ ব্রিগেড আগামী ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলবে, এবং প্রবল সম্ভাবনা রয়েছে আগামী ৫ অক্টোবর এএফসি কাপ ফাইনাল খেলার - ফলে আইএসএলের প্রথম কিছু দিনে এটিকে মোহনবাগানের ম্যাচ রাখা হয়নি।
এদিকে যা সম্ভাবনা, চলতি সপ্তাহের মধ্যেই সূচি প্রকাশ করে দিতে পারে এফএসডিএল।