আগামী সপ্তাহেই শেষ হবে বিলম্ব! আইএসএল সহ সমস্ত টুর্নামেন্টেই ইস্টবেঙ্গলে লগ্নি করবে ইমামি

সাইফ, এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : কেন বিলম্ব? কেন এই দেরি? ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি সই নিয়ে এই জটিলতায় বিরক্ত লাল-হলুদ জনতা। কার্যত অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলের খেলা ও দলগঠন।
এই পরিস্থিতিতে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল আশাবাদী হওয়ার বার্তা দিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, চুক্তি বাতিল হতেও পারে। কিন্তু পুরো ঘটনাটা ঠিক কি? এটি জানতে এক্সট্রা টাইম বাংলা সরাসরি ফোন করে আদিত্য আগরওয়ালকে।
বাংলার মাটিতেই পড়াশোনা করা আদিত্য আগরওয়াল স্পষ্ট ভাষায় চুক্তির বিলম্ব ও যাবতীয় জটিলতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, "বিলম্ব নয়, এসব বিষয়ে একটু সময় লাগে। এটা একটা বড় জিনিস হচ্ছে, এত বড় ক্লাব, আমাদের মত একটি কর্পোরেট কোম্পানি, অনেক মানুষ এর সাথে জড়িত রয়েছেন, ফলে বিলম্ব হতেই পারে। আমাদের বোর্ড থেকে অনুমতি নিতে হয়, ওদেরও অনুমতি নিতে হয়। ফলে এসব বিষয়ে সময় লাগে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।"
কত শতাংশ অনুপাতে হবে এই চুক্তি? এই নিয়ে আদিত্য আগরওয়াল বলেছেন, "এই নিয়ে আমি সেভাবে কিছু জানি না। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে নিশ্চয়ই। এই নিয়ে জল্পনা ছড়িয়ে লাভ নেই। কয়েক দিনের মধ্যে পুরো বিষয়টা জানা যাবে।"
কবে আসবে চুক্তির খসড়া? এই নিয়ে ইমামির ডিরেক্টর বলেছেন, "খসড়াপত্র পাঠানোর আগে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মধ্যে আগেই আলোচনা হয়েছে। তবে চুক্তিপত্র তৈরির কাজটি করেন আইনি ব্যক্তিরা। যে সমস্ত আইনি বিষয়গুলি থাকবে সেগুলি নিয়ে আগেই কথা হয়েছে।"
তবে এই বিলম্বের মাঝে ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পর ইস্টবেঙ্গল কাদের সই করবে সে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই নিয়ে আদিত্য আগরওয়াল নিশ্চয়তা দিয়ে বলেছেন, "ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যেই কিছু খেলোয়াড়দের সই করে ধরে রেখেছে। আমরাও বিশেষজ্ঞদের সাথে কথা বলে কাজ করছি। চিন্তার কিছু নেই।"
পিটিআইতে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য আগরওয়াল চুক্তি বাতিল হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই বিষয়ে স্পষ্টতা দিতে তিনি বলেছেন, "লোকেরা এটা বোঝে না, কথা তো সারাজীবন চলতে পারে না, একদিন তো থামবেই। কাজ তো করতে হবে।"
শেষে, অন্যতম বড় জল্পনা হল, শুধুমাত্র আইএসএলের জন্যই কি লগ্নি করবে ইমামি? নাকি কলকাতা লিগ, ডুরান্ড ও আইএফএ শিল্ডের জন্যও টাকা ঢালবে? এই নিয়ে আদিত্য আগরওয়াল বলেছেন, "আমরা পুরো ফুটবল কর্মকান্ডের জন্যই লগ্নি করব।"
সব মিলিয়ে তাহলে বলাই যায়, আগামী সপ্তাহের মধ্যে পুরো ছবিটা পরিষ্কার হবে। এবং এই এক সপ্তাহ অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের।