কলকাতায় ডার্বি হারলেও এই দেশে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল, জিতল খেতাবও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার যুবভারতীতে ৬০ হাজারি দর্শকের মাঝে লড়াকু ফুটবল খেলেও এটিকে মোহনবাগানের কাছে হারতে হয়েছে ইমামি ইস্টবেঙ্গল এফসিকে। আর এর জেরে টানা ছয় ডার্বিতে পরাজিত হল ইস্টবেঙ্গল। তবে দেশে হওয়া ডার্বিতে না জিতলেও, বিদেশের ডার্বিতে জয় ও খেতাব পেল ইস্টবেঙ্গল।
কিভাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় আয়োজিত হয়েছিল আইএসএল শিল্ড ইউএসএ ২০২২। পার্থ মুখার্জি, ডঃ রক্তিম সেন সহ আটলান্টার ফুটবলপ্রেমী মানুষদের আয়োজনে গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ইভেন্টের আয়োজন করা হয়েছিল।
এই টুর্নামেন্টের প্রথমে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ ফলে হারায় মোহনবাগান। প্রথমার্ধে গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে দেয় ইস্টবেঙ্গল। এরপর ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই প্রধান। সেই খেলাটি গড়ায় টাইব্রেকারে। এবং সেখানে ৩-১ ফলে জয়ী হয় ইস্টবেঙ্গল। আর এর জেরে আইএফএ শিল্ড ২০২২ খেতাব জিতে নেয় ইস্টবেঙ্গল।
বলা বাহুল্য, স্থানীয় ফুটবলপ্রেমী বাঙালি তথা ভারতীয়রা খেলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে।
এই টুর্নামেন্ট দেখতে হাজির ছিলেন অসংখ্য মানুষ। লাল-হলুদ ও সবুজ-মেরুণ জার্সি পড়া চিয়ারলিডাররাও উপস্থিত ছিলেন। এছাড়া ইলিশ মাছকে লাল-হলুদ রঙে ও চিংড়ি মাছকে সবুজ-মেরুণ রঙে রাঙিয়ে সাজানো হয়েছিল।
এই ইভেন্টে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মাইক ওকোরো, যিনি সুদূর হিউস্টন থেকে এসেছিলেন এই ডার্বি দেখতে। এছাড়া উপস্থিত ছিলেন আটলান্টার ভারতীয় কনস্যুল জেনারেল স্বাতী বিজয় কুলকার্নি। উপস্থিত ছিলেন জনস ক্রিক সিটির মেয়র জন ব্র্যাডবুরি। এবং এই কলকাতা ডার্বির আমেজ দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলেন তারা।