বিশ্ব ফুটবলের সেরা উঠতি ফুটবলারদের একজন রয়েছেন এই ইস্টবেঙ্গল দলেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দুই বছর থেকে শিক্ষা নিয়ে এই বছর তুলনামূলক ভালো দল গড়েছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। ভিপি সুহের, অনিকেত যাদব, সৌভিক চক্রবর্তীর মত অভিজ্ঞ ভারতীয় ফুটবলার, এদিকে ইভান গোঞ্জালেজ, ক্লেইটন সিলভা, অ্যালেক্স লিমাদের মত আইএসএল খেলা বিদেশীদের সই করিয়েছে ইস্টবেঙ্গল।
কিন্তু অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও গুরুত্ব দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। বাংলার মহিতোষ, তুহিন, নবি, শুভমরা জায়গা করে নিয়েছেন ইস্টবেঙ্গলের মূল দলে। তবে এই ইমামি ইস্টবেঙ্গল দলেই রয়েছেন এমন একজন ফুটবলার, যিনি বিশ্বের সেরা উঠতি খেলোয়াড়দের একজন।
সেই ফুটবলারের নাম হল হিমাংশু জাংড়া। দিল্লি এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে সই করেছেন ১৮ বছর বয়সী এই ভারতীয় ফরোয়ার্ড। কিন্তু কিভাবে তিনি বিশ্বের সেরা উঠতিদের তালিকায় জায়গা করে নিয়েছেন?
আসলে জনপ্রিয় ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান প্রতি বছর সেরা উঠতি খেলোয়াড়দের নিয়ে একটি তালিকা তৈরি করে, যা নেক্সট জেনারেশন হিসেবে পরিচিত। এবং এই নেক্সট জেনারেশন এর ২০২১ তালিকায় জায়গা করে নিয়েছিলেন হিমাংশু। এই তালিকায় হিমাংশুর সাথে রয়েছে একাধিক তরুণ ফুটবলারের নাম, যারা বর্তমানে বিশ্ব ফুটবলে বড় নাম হয়ে উঠেছেন।
এই ২০২১ তালিকায় হিমাংশুর সাথে নাম রয়েছে স্প্যানিশ মিডফিল্ডার গাভির, যিনি এফসি বার্সিলোনা ও স্পেনের সিনিয়র দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। এছাড়া রয়েছেন ব্রাজিলের ম্যাথিউস নাসিমেন্টো, যাকে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের মত দল। এছাড়া রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড ইউসুফা মৌকোকো। ১৭ বছর বয়সী মৌকোকো সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে বুন্দেশলিগা ও চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন।
এবং এই বিশেষ তালিকায় জায়গা পাওয়া হিমাংশু রয়েছেন এই ইস্টবেঙ্গল দলে। সদ্য অনুর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে ভারতকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন হিমাংশু। ফলে আশা করা যায়, হেড কোচ স্টিফেন কনস্টানটাইন তাকে সুযোগ দেবেন, এবং সর্বোচ্চ মঞ্চে হিমাংশু নিজেকে এই তালিকার যোগ্য করে তুলবেন।