নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একাধিক পরিবর্তন নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে হারের সম্মুখীন হয়েছে, এই পরিস্থিতিতে দুই দলের কাছেই প্রথম পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
তবে অ্যাওয়েতে অবশ্যই ইস্টবেঙ্গলের পক্ষে ম্যাচটি কঠিন, তার থেকেও গুরুত্বপূর্ণ হল, দুই বিদেশী অ্যালেক্স লিমা ও এলিয়ান্দ্রো চোট। যদিও দুজনেই দলের সাথে গুয়াহাটি গিয়েছে, তবে দুজনে আদৌ প্রথম একাদশে খেলবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীরও হালকা চোট রয়েছে বলে খবর।
এই পরিস্থিতিতে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করতে হতে পারে কোচ স্টিফেন কনস্টানটাইনকে। গোলে অবশ্যই শুরু করবেন কমলজিত সিং। এদিকে দুই সেন্টার ব্যাক হিসেবে খেলবেন ইভান গোঞ্জালেজ ও লালচুংনুংগা। লেফট ব্যাক হিসেবে শুরু করবেন জেরি লালরিনজুয়ালা। তবে রাইট ব্যাকে শুরু করবেন বিদেশি ডিফেন্ডার চারালাম্বোস কিরিয়াকু।
এদিকে মাঝমাঠের কথা বললে, সৌভিক ও লিমার অনুপস্থিতি অবশ্যই চিন্তা বাড়াবে লাল-হলুদ ব্রিগেডের জন্য। সেক্ষেত্রে সৌভিকের জায়গায় শুরু করতে পারেন অমরজিত সিং কিয়াম। আর সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন জর্ডান ও' ডোহার্টি। এদিকে দুই উইংয়ে খেলবেন তুহিন দাস ও সুমিত পাসি।
এবং ফরোয়ার্ডে শুরু করবেন ভিপি সুহের ও ক্লেইটন সিলভা। তবে এলিয়ান্দ্রো না থাকায় সেক্ষেত্রে ব্যাকআপে সমস্যা হবে লাল-হলুদ ব্রিগেডের।
নর্থইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ -
কমলজিত সিং (গোলকিপার), চারালাম্বোস কিরিয়াকু, লালচুংনুংগা, ইভান গোঞ্জালেজ, জেরি লালরিনজুয়ালা, সুমিত পাসি, অমরজিত সিং কিয়াম, জর্ডান ও' ডোহার্টি, তুহিন দাস, ক্লেইটন সিলভা, ভিপি সুহের।