এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জিততে প্রথম একাদশে এই চমক আনতে পারে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সেই মহারণ এল সামনে। আইএসএলের কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এফসি। গত ছয় ডার্বিতে সবুজ-মেরুণ ব্রিগেডের কাছে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। এবার সেই ধারা রুখে দিতে মরিয়া স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা।
চোট সারিয়ে ফিরেছেন অ্যালেক্স লিমা ও এলিয়ান্দ্রো, চোট সেরেছে মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীরও। এদিকে দলে যোগ দিয়েছেন জেসিন টিকে ও হিমাংশু জাংড়াও। এই পরিস্থিতিতে উইনিং কম্বিনেশন কি ভাঙবেন স্টিফেন কনস্টানটাইন?
গোলে শুরু করবেন কমলজিৎ সিং, এটা একপ্রকার নিশ্চিত। এদিকে চার ব্যাকের ডিফেন্স লাইন একই থাকবে নর্থইস্টের মত। রাইট ব্যাকে সার্থক গোলুই, লেফট ব্যাকে জেরি। আর দুই সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন ইভান গোঞ্জালেজ ও লালচুংনুংগা।
এদিকে রাইট উইং হাফে খেলবেন ভিপি সুহের, এবং লেফট উইংয়ে খেলবেন নাওরেম মহেশ সিং। এদিকে লিমা প্রথম একাদশে ফিরবেন, সেক্ষেত্রে বসতে হতে পারে জর্ডান ও' ডোহার্টিকে। এবং চারালাম্বোস কিরিয়াকু সেন্ট্রাল মিডফিল্ডে খেলবে।
আর আক্রমণে শুরু করবেন ক্লেইটন সিলভা ও সেম্বোই হাওকিপ। পরিবর্ত হিসেবে নামবেন এলিয়ান্দ্রো, তা একপ্রকার নিশ্চিত।
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ -
কমলজিৎ সিং (গোলকিপার), সার্থক গোলুই, ইভান গোঞ্জালেজ, লালচুংনুংগা, জেরি লালরিনজুয়ালা, ভিপি সুহের, চারালাম্বোস কিরিয়াকু, অ্যালেক্স লিমা, নাওরেম মহেশ সিং, ক্লেইটন সিলভা (অধিনায়ক), সেম্বোই হাওকিপ।