ডুরান্ড ডার্বিতে কেমন হতে পারে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ? জেনে নিন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল। এবং স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে। দুই দলই বর্তমানে ডুরান্ডের গ্রুপ বি-তে ধুঁকছে, এই পরিস্থিতিতে ডার্বিতে জয় তোলাটা গুরুত্বপূর্ণ দুই প্রধানের জন্য।
ডার্বি সাধারণত ৫০-৫০ বলা চললেও, এবারের ডার্বিতে ইস্টবেঙ্গল কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। এটিকে মোহনবাগানের তুলনায় ধারে-ভারে ও শক্তিতে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। একেবারে নতুন আঙ্গিকে দল তৈরি হয়েছে লাল-হলুদ ব্রিগেডের। পাশাপাশি গত পাঁচ ডার্বিতে মোহনবাগানের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। সুতরাং সাম্প্রতিক রেকর্ডও ইস্টবেঙ্গলের সাথে নেই।
ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গলের সাথে শুধু রয়েছে এটিকে মোহনবাগানের থেকে ডুরান্ড লিগ টেবিলে এগিয়ে থাকা এবং সবুজ-মেরুণ ব্রিগেডের তুলনায় ভালো ডিফেন্সিভ সামঞ্জস্য। এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল, চলুন দেখে নিই।
গোলকিপার হিসেবে অবশ্যই শুরু করবেন কমলজিত সিং। বড়ই ভরসাযোগ্য লেগেছে কমলজিতকে এই দুই ম্যাচে। এদিকে ডিফেন্সে শুরু করতে পারেন ইভান গোঞ্জালেজ, পরিবর্ত হিসেবে নামতে পারেন চারালাম্বোস কিরিয়াকু। ইভানের সাথে সেন্ট্রাল ডিফেন্সে দায়িত্ব সামলাবেন লালচুংনুংগা। এবং তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারেন জেরি লালরিনজুয়ালা। অথবা জেরির জায়গায় খেলতে পারেন কিরিয়াকু।
এদিকে ডার্বির মত গুরুত্বপূর্ণ ম্যাচে উইং হাফে তুহিনের মত তরুণকে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ স্টিফেন কনস্টানটাইন। সেক্ষেত্রে মহম্মদ রাকিপকে সুযোগ দেওয়া হতে পারে। এদিকে আর এক উইং হাফে অনিকেত যাদবকে সুযোগ দেওয়া হতে পারে।
সেন্ট্রাল মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী ও অমরজিত সিং কিয়ামের জুটিকে ব্যবহার করতে পারেন কোচ স্টিফেন কনস্টানটাইন, যাতে এটিকে মোহনবাগানের খেলাকে শেষ করে দেওয়া যেতে পারে। এবং অ্যালেক্স লিমা সম্ভবত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন।
এদিকে দুই ফরোয়ার্ড হিসেবে এলিয়ান্দ্রো ও সুমিত পাসিকে খেলাতে পারেন কনস্টানটাইন। সুমিত পাসির প্রতি বিশেষ পছন্দ রয়েছে কনস্টানটাইনের, এবং হয়ত তাকেই প্রথম একাদশে খেলানো হতে পারে। তবে ক্লেইটন সিলভা ফিট হলে এবং কিরিয়াকু না খেললে, পাসির জায়গায় ক্লেইটনকে খেলানো হতে পারে। এবং গত রাজস্থান ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে নিজের খেলার ঝলক দেখিয়েছিলেন এলিয়ান্দ্রো। ফলে ডার্বিতে শুরু থেকে খেলতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফর্মেশন - ৩-৫-২
কমলজিত সিং, লালচুংনুংগা, ইভান গোঞ্জালেজ, জেরি লালরিনজুয়ালা / চারালাম্বোস কিরিয়াকু, তুহিন দাস / মহম্মদ রাকিপ, অমরজিত সিং কিয়াম, সৌভিক চক্রবর্তী, অ্যালেক্স লিমা, অনিকেত যাদব, এলিয়ান্দ্রো, সুমিত পাসি / ক্লেইটন সিলভা।