ইস্টবেঙ্গলের জার্সি পরতে হলে মস্তান হতে হয়! জানালেন দেবব্রত সরকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামীকাল, ২৯ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে কলকাতা ডার্বি। বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাব মুখোমুখি হবে এক অপরের। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত ছয় ডার্বি ম্যাচের বিজয়ী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল দলের অন্যতম শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার আজ দলের প্রস্তুতি এবং পরিকল্পনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে তাঁর বক্তব্য রাখেন।
ডার্বির আগে বড়দলের কর্তাদের চিরাচরিত পেপটক দেওয়া নিয়ে দেবব্রত সরকার জানিয়েছেন, "এখন কার ফুটবলারদের অনুপ্রাণিত করতে হয় না। তাঁরা সকলেই পেশাদার। সমস্ত ফুটবলারই জানেন ম্যাচের গুরুত্ব কতটা। আগামী দিনে বেচে থাকতে গেলে ভালো খেলতে হবে সে বিষয় তাঁরা জানেন।"
এর সাথে তিনি যোগ করেন, "খেলোয়াড়দের সাথে কথা হয়েছে। আমাদের কাছে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাদের দল তুলনামূলক নতুন দল। তাঁরা ধীরে ধীরে উন্নতি করছেন। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয় ম্যাচ থেকে তৃতীয় ম্যাচ তাঁরা ভাল খেলেছেন। আশা করব আগামী ম্যাচে তাঁরা তৃতীয় ম্যাচের থেকেও ভাল খেলবে।"
লাল হলুদ কর্মকর্তা সব সময় বলেন ইস্টবেঙ্গল দলে মস্তান খেলেন। আজকেও এই বিষয় তিনি বলেছে, "দলে অবশ্যই মস্তান আছেন। মস্তান না হলে ইস্টবেঙ্গল জার্সি পরতে পারতো না। লাল হলুদ জার্সি পরলে মস্তানি করতেই হবে। মস্তানটা হৃদয় থেকে আসতে হবে।"
মোহনবাগান দল শেষ ৬ টি ম্যাচ জিতেছে। সবুজ মেরুণ কর্মকর্তারা ডার্বির সময় ইস্টবেঙ্গল দল নিয়ে বেশ কিছু কথা বলেন। এই বিষয় দেবব্রত সরকার বলেন, "মোহনবাগান কর্মকর্তারা অনেক কিছুই বলেন। আমরা মাঠে জবাব দেবো।"
আইএসএলের এই বছর ম্যাচগুলি হোম-অ্যাওয়ে পদ্ধতিতে হচ্ছে। তিনি এই বিষয় বলেন, "সবকিছুই সিস্টেমের বহিপ্রকাশ। আগে কলকাতা লিগ হতো, আই লিগ হতো, এখন দর্শক আইএসএল দেখছে। "
দলকে উদ্বুদ্ধ করা নিয়ে তাঁর সোজাসুজি উত্তর, "এখন গোটা বিশ্বেই খেলোয়াড়রা অনুপ্রাণিত হন ভিটামিন 'এম' এর মাধ্যমে। আলাদা করে অনুপ্রাণিত করার প্রয়োজন পরে না।"
ডার্বির আগে তিনি জানিয়ে যান, যে সকল খেলোয়াড় ভাল খেলবে তাঁরা থাকবেন। যে খেলোয়াড় তার সেরাটা দিতে পারবেনা সে পরের মরশুমে বাদ যাবেন। সব মিলিয়ে বাঙালির বড় ম্যাচের আগে শতাব্দী প্রাচীন দুই ক্লাবেই উত্তাপ বাড়ছে দ্রুত গতিতে।