নর্থইস্টকে সমীহ ইস্টবেঙ্গলের, দল প্রস্তুত জানালেন কনস্ট্যানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল ফুটবল দল। তাঁর আগে আজ মঙ্গলবার যুবভারতী স্টেডিয়া্মে পুরোদমে অনুশীলন সেরে নেয় লাল হলুদ দল। প্রথম দুই ম্যাচে হতাশাজনক ফলাফলের পর তৃতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া স্টিফেন কনস্ট্যানটাইনের দল।
ইস্টবেঙ্গল প্রশিক্ষক স্টিফেন কনস্ট্যানটাইন মনে করছেন নর্থ ইস্ট ম্যাচ যথেষ্ট কঠিন হবে। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে ইস্টবেঙ্গল দল তাদের সেরাটাই দেবে। অন্যদিকে দলের গোলরক্ষক কমলজিত সিং জানিয়েছেন সকলকেই সমান ভাবে গুরুত্ব দিতে হবে এই ম্যাচে। ভুল গুলোকে শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে ইস্টবেঙ্গল।
নর্থ ইস্ট ম্যাচ নিয়ে শতাব্দী প্রাচীন ক্লাবের পরিকল্পনা এবং নিজেদের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসে বিস্তারিত জানালেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তিনি বললেন, "প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে ৭২ মিনিট পর্যন্ত আমরা কোনো গোল হজম করিনি। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, বিশেষত দ্বিতীয় অর্ধে আমরা যথেষ্ট আধিপত্য বিরাজ করেছি। আমাদের এই দুই অর্ধ একসাথে করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা শেষ কয়েকদিন অনুশীলনে কঠিন পরিশ্রম করেছি। আশাকরি আমরা এর সুফল বৃহস্পতিবার পাব।"
আইএসএলের দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না এলিয়ান্দ্রো এবং এই ম্যাচেই চোট পান অ্যালেক্স লিমা। এই দুই ব্রাজিলিয়ান ফুটবলারের ফিটনেস নিয়ে চিন্তিত লাল হলুদ সদস্য সমর্থকগন। এই বিষয় স্টিফেন যা খবর দিলেন তা খুব একটা আশাজনক নয় ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তিনি বললেন, "লিমার পরের ম্যাচে শুরু করা সন্দেহজনক। আমাদের সতর্কতার সাথে এগোতে হবে। এলিয়ান্দ্রো গত সপ্তাহে অনুশীলনের সময় একটি চোট পান। আমার মনে হয়না সে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে পারবে বলে।"