নতুন ধাক্কা লাল হলুদ শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন এই ইস্টবেঙ্গল খেলোয়াড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সময়টা খুব একটা ভাল যাচ্ছেনা লাল হলুদ শিবিরে। একদিকে আইএসএলের এই মরসুমে ৪ ম্যাচে মাত্র ১ জয়। অন্যদিকে জয় নেই কলকাতা লিগের সুপার ৬ রাউন্ডেও। এর মধ্যে গত ম্যাচে কলকাতা ডার্বিতে পরাজয় আরও বেশি হতাশ করে তুলেছে ইস্টবেঙ্গল সমর্থকদের।
এরই মাঝে লাল হলুদ ব্রিগেডে নতুন বিপদ। চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক নবীন কুমার। হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেলেন বাকি মরশুমের জন্য।
নবীন কুমারের বদলে ইস্টবেঙ্গল দলে গোলরক্ষক হিসাবে যোগদান করেছেন শুভম সেন। প্রসঙ্গত শেষ দুই মরশুমে লাল হলুদ দলেই ছিলেন শুভম। কিন্তু এইবছর তিনি কোনো দলে ছিলেন না। নবীন কুমারের চোট, শুভমকে শতাব্দী প্রাচীন লাল হলুদ ক্লাবে দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ করে দিল।